শিল্প, সংস্কৃতি, শিক্ষা, সাহিত্যে দেশের অন্যতম অগ্রণী জনপদ ব্রাহ্মণবাড়িয়া। আর আবহমান কাল থেকেই এ জেলার অন্যতম গৌরবময় অবস্থান নবীনগর উপজেলা। রোববার (১৯ মে) নবীনগরে জাঁকজমকপূর্ণভাবে শুভ উদ্বোধন হলো যমুনা ইলেকট্রনিক্সের এক্সক্লুসিভ শোরুম ইজি ইলেকট্রনিক্স।
এখন থেকে ব্রাহ্মণবাড়িয়াবাসী যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের উৎপাদিত পণ্যসমূহ ইজি ইলেকট্রনিক্স হতে ক্রয় করতে পারবেন।
দেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান ফিতা কেটে এ এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন করেন। তিনি বলেন, বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান যমুনা গ্রুপের পণ্য যমুনা ইলেকট্রনিক্স এরইমধ্যে দেশ এবং দেশের বাইরে সুনামের সঙ্গে ব্যবসা করে যাচ্ছে। আমি বিশ্বাস করি রসুল্লাবাদ তথা নবীনগর এলাকাবাসী ইজি ইলেকট্রনিক্স থেকে যমুনার ইলেকট্রনিক্স পণ্য ক্রয় করবেন। দেশের টাকা দেশে রাখতে অবশ্যই যমুনার পণ্য ক্রয় করবেন এখানকার ক্রেতা সাধারণ।
অনুষ্ঠানে ইজি ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম (বাবু) বলেন, যমুনা ইলেকট্রনিক্সের সঙ্গে আমাদের পথচলা সামনের দিনগুলোতে আরও সমৃদ্ধিময় হবে এবং পারস্পারিক সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে ব্যবসায়ী অগ্রগতি ত্বরান্বিত হবে। রসুল্লাবাদ এলাকাবাসীর দোরগোড়ায় যমুনার পণ্য পৌঁছে দিতে শোরুমটি উদ্বোধন করেছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রসুল্লাবাদ ইউপি চেয়ারম্যান ও রসুল্লাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি খন্দকার মনির হোসেন। আরও উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্সের হেড অব বিজনেস সাজ্জাদুল ইসলাম, ডিরেক্টর মার্কেটিং মো. সেলিম উল্যা সেলিম, ডিজিএম সেলস মো. মাকসুদুর রহমান, ডিজিএম ব্র্যান্ড ডেভেলপমেন্ট রকিব আহমেদ, এজিএম সেলস মো. আলাউদ্দিন হোসেনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের হেড অব বিজনেস মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম বলেন, যমুনা গ্রুপ দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে সর্বদা নিবেদিত। কোটি কোটি মানুষের আস্থার প্রতীক। যমুনার সঙ্গে ব্যবসায়িক অংশীদারত্ব মানে আপনার ব্যবসায়িক সমৃদ্ধি, ভবিষ্যতের নিশ্চয়তা এবং সামাজিক স্বীকৃতি। ব্যবসায়িক জগতে নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা সবার পাশে আছি। এ ছাড়া প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, বিক্রয় ও বিপণন কৌশল, পণ্যের মান ও বিক্রয়োত্তর গ্রাহক সেবা আরও সহজ ও দ্রুত করার লক্ষ্যে নানাবিধ পরিকল্পনার কথা তুলে ধরেন।
এ শোরুম থেকে গ্রাহকরা আন্তর্জাতিক মানের যমুনা ব্র্যান্ডের ফ্রিজ, টিভি, এসিসহ সব হোম অ্যাপ্লায়েন্স কিনতে পারবেন। শুধু তাই নয়, গ্রাহকের জীবনকে সহজ, মসৃণ ও নির্বিঘ্ন করতে বিক্রয়োত্তর সেবাও পাওয়া যাবে। শোরুম উদ্বোধন উপলক্ষে যমুনার বিভিন্ন পণ্য ক্রয়ে সর্বোচ্চ ১৫ শতাংশ নগদ ছাড় রয়েছে।
মন্তব্য করুন