চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মরদেহ তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিস।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন- আলী হাসান মারুফ (২৩) ও এনায়েত চৌধুরী (২২)। তারা দুজনই সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সমুদ্রে যখন ভাটা পড়ে তখন স্থানীয়রা দুটি মরদেহ পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।
কুমিরা ফায়ার সার্ভিসের অফিসার ফিরোজ ভূঁইয়া কালবেলাকে বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা অফিসে চলে আসি। রাত ১০টার দিকে স্থানীয়রা জানান সমুদ্রে দুটি মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় হস্তান্তর করি।
মন্তব্য করুন