রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসা শেষে বাড়ি ফেরা হলো না স্কুল শিক্ষকের

স্কুল শিক্ষক হাবিবুর রহমান। ছবি : সংগৃহীত
স্কুল শিক্ষক হাবিবুর রহমান। ছবি : সংগৃহীত

চিকিৎসা শেষে সিএনজিচালিত রিকশায় করে গভীর রাতে বাড়ি ফেরার সময় রাজশাহীর চারঘাটে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষক হাবিবুর রহমানের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী শিরিন সুলতানা।

সোমবার (১ জুলাই) দিনগত রাত ১টার দিকে চারঘাট-বানেশ্বর সড়কের মোক্তারপুর ট্রাফিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিরিন সুলতানাকে রাতেই ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বর্তমানে তার অবস্থাও আশঙ্কাজনক।

নিহত স্কুল শিক্ষক হাবিবুর রহমান রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের কামিনিগঙ্গারামপুর গ্রামের কাসেম প্রামাণিকের ছেলে। এ ঘটনায় ওই ট্রাকসহ চালককেও আটক করা হয়েছে।

থানায় জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার (২ জুলাই) দুপুরে তার নামে নিয়মিত মামলাও দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, স্কুল শিক্ষক হাবিবুর রহমান পাশের বাঘা উপজেলার মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সোমবার বিকেলে তারা স্বামী-স্ত্রী রাজশাহী শহরে চিকিৎসা করাতে গিয়েছিলেন। তবে তাদের ফিরতে অনেক রাত হয়ে যায়।

চিকিৎসা শেষে তারা সিএনজিচালিত রিকশায় করে রাজশাহী শহর থেকে চারঘাট-বানেশ্বর সড়ক হয়ে বাড়ি ফিরছিলেন। তবে তারা মোক্তারপুর ট্রাফিক মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ধানবোঝাই ট্রাক তাদের সিএনজিচালিত রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান স্কুল শিক্ষক হাবিবুর রহমান। গুরুতর আহত হন তার স্ত্রী শিরিন সুলতানা। পরে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তার স্ত্রীকে উদ্ধার করে প্রথমে চারঘাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। তবে নিহতের স্ত্রী শিরিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সেখান থেকে পরে রামেক হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে আহত শিরিন সুলতানার অবস্থাও আশঙ্কাজনক।

রাজশাহীর চারঘাট মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আফজাল হোসেন জানান, এ ঘটনায় নিহত হাবিবুর রহমানের ছেলে কাইনাথ হাবিব লামিম বাদী হয়ে মঙ্গলবার নিয়মিত মামলা দায়ের করেছেন। এতে আটক ট্রাকচালক শাজাহান আলীকে এক মাত্র আসামি করা হয়েছে। সেই মামলায় দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে রেকর্ড দামে বিক্রি হবে স্বর্ণ

জনগণই হবে ভোটের পাহারাদার : তারেক রহমান

মির্জা ফখরুলের জন্মদিন আজ

সাড়ে তিনশ মানুষ নিয়ে ফিলিপাইনে ফেরি ডুবি

বাস–অটোরিকশা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩

ইথিওপিয়ায় এক প্রকল্পেই ১১ লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি

আজ টানা ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

হাসনাতকে সমর্থন দিয়ে ভোটের মাঠ ছাড়লেন আরেক প্রার্থী 

খালেদা জিয়ার সম্মানে ধানের শীষকে জনগণ বিজয়ী করবে : রহমাতুল্লাহ

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

যেসব কারণে অফিসে ব্যক্তিগত কথা বলবেন না

১১

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

১২

ধানের শীষকে বিজয়ী করে ষড়যন্ত্রকারীদের জবাব দেব : নজরুল ইসলাম

১৩

সফল দিনের শুরু করতে যেসব কাজ করবেন না

১৪

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

১৫

২৬ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৬

বগুড়া-৬ আসনে তারেক রহমানের জন্য ভোটের প্রচারণায় ডা. বিটু 

১৭

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৮

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

১৯

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

২০
X