কুমিল্লার টাউন হল মাঠে আগামী শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টায় সমাবেশের অনুমতি চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৪ জুলাই) বিকেলে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে কুমিল্লা বারের নির্বাচিত সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীর নেতৃত্বে আইনজীবীদের একটি প্রতিনিধি দল পুলিশের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেন।
আরও পড়ুন : জামায়াতের তিন কর্মসূচি ঘোষণা
শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশের সহযোগিতা চেয়ে কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মো. মোশারফ হোসাইন স্বাক্ষরিত জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত আবেদন করা হয়।
কুমিল্লা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদউল্লাহ, অ্যাডভোকেট বদিউল আলম সুজন, অ্যাডভোকেট মনির হোসেন পাটোয়ারী ও অ্যাডভোকেট ইব্রাহীম মনির প্রমুখ ওই প্রতিনিধি দলে ছিলেন।
মন্তব্য করুন