সাইকেল চড়ে বিশ্বভ্রমণে বের হওয়া নেপালি রোসাল লামিচান এখন নীলফামারীর সৈয়দপুরে। নেপাল, ভারত পাড়ি দিয়ে বাংলাদেশের তেতুঁলিয়া হয়ে বুধবার (১০ জুলাই) নীলফামারীর সৈয়দপুর এসে পৌঁছান তিনি। সাইকেলে বিশ্বভ্রমণে আসা নেপালি যুবকের নাম রোসাল লামিচান। সৈয়দপুর শহরের বাইপাস এলাকায় আসলে স্থানীয় যুবক মিলন মোস্তাফিজসহ অন্যরা তাকে স্বাগত জানান। ৮ দিনে সাইকেল চড়ে নেপাল হয়ে তিনি নীলফামারীর সৈয়দপুরে পৌঁছান। এখান থেকে রংপুর থেকে ঢাকা হয়ে সড়ক পথে আবার কলকাতা যাবেন। সেখান থেকে আবার পাকিস্তান, আফগানিস্তান হয়ে ইরান, মধ্যপ্রাচ্য তারপর ইউরোপ হয়ে এভাবে বিশ্বভ্রমণ সম্পন্ন করবেন এই নেপালি যুবক। নেপালি যুবক রোসাল লামিচান কাঠমান্ডুর বাসিন্দা। ছোটবেলা থেকেই তিনি ভ্রমণে আগ্রহী। সখের বসে এই সাইকেলে বিশ্বভ্রমণে বেরিয়েছেন। কথা হয় ২৮ বছর বয়সী রোসাল লামিচানের সঙ্গে। তিনি জানান, স্কুল পড়ার সময় থেকে ইচ্ছা ছিল তিনি সাইকেলে বিশ্বভ্রমণ করবেন। আর সেই ইচ্ছা থেকে সাইকেলে চেপে নেপাল হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এর আগেও তিনি সাইকেলে চেপে সমগ্র নেপাল ভ্রমণ করেছেন। নেপালি যুবক রোসাল লামিচান বাংলাদেশের সবুজের সমারোহ ও নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও এখানকার মানুষের আতিথেয়তা কখনো ভোলার নয় বলেও জানান তিনি। পথে পথে সবুজ ফসলের মাঠ ও প্রাকৃতিক সৌন্দর্য তাকে মুগ্ধ এই নেপালি যুবক। শহরে তাকে দেখে কেউ ছবি তুলছেন, কেউবা আবার আপ্যায়ন করিয়েছেন।
মন্তব্য করুন