রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ১৯ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। দৌলতদিয়া ঘাটে মাছটি ২৯ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (১৩ জুলাই) সকালে উপজেলার বাহির চর দৌলতদিয়া এলাকায় সিরাজগঞ্জের এক জেলের জালে মাছটি ধরা পড়ে।
জেলে আলমগীর মোল্লা বলেন, সকালে নদীতে জাল ফেলেছি। ঘণ্টাখানেক পর বুঝতে পারি জালে বড় কোনো মাছ ধরা পড়েছে। জাল টেনে দেখি বড় পাঙাশ মাছ। এরপর বিক্রির জন্যে ফেরিঘাটে নিয়ে গেলে সেখানেই নিলামে ওঠে মাছটি। যার ওজন প্রায় ১৯ কেজি ৭০০ গ্রাম হয়।
তিনি বলেন, ঘাটের আড়ৎদার রওশন মোল্লার আড়তে মাছটিতে নিলামে তোলা হয়। সেখানে একজন এক হাজার ৪৫০ টাকা কেজি দরে মাছটি কেনেন ২৯ হাজার ৫০০ টাকায়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান কালবেলাকে বলেন, অতিরিক্ত বৃষ্টি হলে পানির গভীরতা বাড়ে। স্রোতের বিপরীতে মাছ উজানে ছুটতে থাকে। আর তখনই জেলেদের জালে ধরা পড়ে বড় বড় মাছ।
মন্তব্য করুন