ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ১০:৩৯ এএম
অনলাইন সংস্করণ

পরিত্যক্ত ভবনে ঝুঁকি নি‌য়ে চলছে বন বিভাগের কার্যক্রম

পরিত্যক্ত ভবনে চলছে ঠাকুরগাঁও‌য়ের বন বিভা‌গের কাযক্রম। ছবি : কালবেলা
পরিত্যক্ত ভবনে চলছে ঠাকুরগাঁও‌য়ের বন বিভা‌গের কাযক্রম। ছবি : কালবেলা

ছাদের পলেস্তারা খসে পড়ছে। পানি পড়ছে চুইয়ে চুইয়ে। ঝুঁকি এড়াতে ছাদের ওপ‌রে দেওয়া হয়েছে টিনের চালা। সেখানেই বছরের পর বছর ঝুঁকি নিয়ে চল‌ছে ঠাকুরগাঁও‌য়ের বন বিভা‌গের কার্যক্রম। ভবনগুলো পরিত্যক্ত ঘোষণা করা হলেও নতুন ভব‌ন সংস্কারের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।

বন‌বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৭৫ সা‌লে শহ‌রের হা‌জির মোড় এলাকায় দুই একর জায়গার ওপর গড়ে তোলা হয় ঠাকুরগাঁও সামাজিক বনায়ন বিভাগ ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্র। শুরুতে একজন রেঞ্জ কর্মকর্তা, একজন ফরেস্টার, দুজন মালি ও দুজন বন প্রহরী মিলিয়ে সাতটি মঞ্জরি পদের জন্য ৭‌টি কোয়ার্টার এবং দাপ্তরিক কাজের জন্য একটি কার্যালয় নির্মাণ করা হয়। এর ম‌ধ্যে কোয়ার্টারগুলো দীর্ঘদিনেও সংস্কার না করায় ধীরে ধীরে বসবাসের অনুপযোগী হয়ে পড়ে।

২০২১-২২ অর্থবছ‌রে দাপ্ত‌রিক অফিস‌টি প‌রিত্যক্ত হ‌য়ে গে‌লে ভারপ্রাপ্ত কর্মকর্তার বাসভবন মেরামত ক‌রে সেখা‌নে চল‌ছে অফিসের কার্যক্রম। ২০২২ সা‌লে ঝ‌ড়ে এ ভবন‌টিরও ব্যাপক ক্ষ‌তি হয়। এরপর ছা‌দের উপর টিনের চালা দিয়ে দাপ্তরিক কাজ সারছেন বন কর্মকর্তারা।

সরেজমিন দেখা গেছে, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বরাদ্দকৃত সবকটি কোয়ার্টারের জীর্ণদশা। লতা-গুল্ম ও গাছ-গাছালিতে আচ্ছাদিত হয়ে গেছে পুরো এলাকা। এর মধ্যে পাঁচ‌টি টিন‌সে‌ডের কোয়ার্টারের আবার দরজা-জানালা বলতে কিছু নেই। পোকামাকড়ের আনাগোনা পুরো এলাকায় ও স্যাঁতসেঁতে আবাসিক ভবনগুলো। সব মিলিয়ে যেন একটা ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে এলাকাজুড়ে।

বাগান মা‌লী রমজান আলী ব‌লেন,আমাদের থাকার জন্য একটু ভালো ভবন দরকার। সারাদিন প‌রিশ্রমের পর সন্ধ্যায় এসে প‌রিত্যক্ত ঘ‌রে ঝুঁকি নি‌য়ে থাক‌তে হয়।

ঠাকুরগাঁও সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল আলম মণ্ডল বলেন, এসব কোয়ার্টার অনেক পুরোনো। জীবনের ঝুঁকি নিয়ে অফিস কর‌তে হ‌চ্ছে। বিষয়টি দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তার কার্যা‌ল‌য়ে জানানো হ‌য়ে‌ছে। শুধু দু‌টি ভবন ও এক‌টি টিন‌শেড ঘর মেরামত করা হ‌লেও অন্য ভবনগু‌লো সংস্কা‌রের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ অবস্থায় নতুন করে ভবন নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা তাছলিমা খাতুন কালবেলাকে ব‌লেন, নতুন করে ভবন নির্মাণের জন্য আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফ্রিদির বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করল ব্রিসবেন

সব অভিযোগ অস্বীকার করলেন মাদুরো

ভেনেজুয়েলার দায়িত্ব কে নেবেন? ট্রাম্প বললেন, ‘আমি’

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে সব এলাকায়

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

নিবন্ধনের সময় শেষ / পোস্টাল ব্যালটে ভোট দিতে ১৫ লাখের বেশি আবেদন

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

ঢাকার ৭ এলাকায় আজ বায়ুদূষণ মারাত্মক, সুরক্ষায় কিছু পরামর্শ

সুরভীর সঙ্গে ন্যায়বিচার হয়নি, পুরো বিষয়টি বানোয়াট : নাহিদ

ছুটির তালিকা সংশোধনের আহ্বান প্রাথমিক শিক্ষকদের

১০

নাক বন্ধ? আরাম পেতে সহজ কিছু পরামর্শ

১১

লবণের পরিমাণ কম না বেশি, কোনটা ক্ষতিকর

১২

বিপিএল: সিলেট পর্বের বাকি ম্যাচে নিরাপত্তা দিতে নারাজ পুলিশ

১৩

ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের

১৪

ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নির্বাচিত হলেন কে. এম. মোজিবুল হক

১৫

আজ রোদের দেখা মিলবে কি না যা জানা গেল

১৬

কতজন সেনা গিয়ে মাদুরোকে তুলে নিয়েছিল, জানাল যুক্তরাষ্ট্র

১৭

চুয়াডাঙ্গায় ৭ ডিগ্রির হাড় কাঁপানো শীত, জনজীবন স্থবির

১৮

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু 

১৯

ইরান নিয়ে একাট্টা যুক্তরাষ্ট্র-ইসরায়েল, কী হতে যাচ্ছে সামনে

২০
X