আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ

প্রকৃতিকে রাঙিয়ে তুলেছে হুড়হুড়িয়া

রাস্তার পাশে ফুটে আছে হুড়হুড়িয়া। ছবি : কালবেলা
রাস্তার পাশে ফুটে আছে হুড়হুড়িয়া। ছবি : কালবেলা

প্রকৃতি মানেই সুন্দর, আর এই সুন্দর প্রকৃতিকে আরও বেশি প্রাণবন্ত করে তুলতে নানারকম ফুলের ভূমিকা অপরিসীম। ফুলের নয়নাভিরাম সৌন্দর্য যেকোনো বয়সী মানুষকে আকৃষ্ট করে। বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের ফুলে প্রকৃতিকে মন জুড়ানো সৌন্দর্যে রাঙিয়ে তোলে।

ফুলকে সত্য ও সুন্দরের প্রতীক ভাবা হয়। এমনই এক ফুল হলুদ হুড়হুড়িয়া কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রকৃতিকে রাঙিয়ে তুলেছে মনোহর সৌন্দর্যে। এই ফুলের হলুদ হাসিতে দৃষ্টি আটকে যাচ্ছে ফুলপ্রেমীসহ নানা বয়সী মানুষের। ছোট এসব ফুলের হলুদ হাসিতে মুগ্ধ হচ্ছেন পথচারীসহ স্থানীয় বাসিন্দারা।

হলুদ হুড়হুড়িয়া এক ধরনের আগাছা জাতীয় উদ্ভিদ। এর ইংরেজি নাম Yellow Spider Flower। এর বোটানিক্যাল নাম ক্লিওম ভিসকোসা। এটি উদ্ভিদ পরিবারের Capparaceae অন্তর্গত। বাংলাদেশে এটিকে হলুদ হুড়হুড়িয়া, হলুদ হুড়হুড়ে, হলুদ মাকড়সা ফুল বলা হয়ে থাকে। এই উদ্ভিদ গ্রীষ্মমণ্ডলীয় এশিয়া এবং আফ্রিকায় ব্যাপকভাবে পাওয়া যায়।

উপজেলার বিভিন্ন মেঠোপথ ও বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পথের পাশে, জলাশয়ের পাড়ে ও অনাবাদি পতিত জমিতে হলুদ হাসির সম্মোহন ছড়িয়ে ফুটে আছে হলুদ হুড়হুড়িয়া। সবুজের সমারোহে হলুদের হাসি যেন প্রকৃতিকে নতুন রূপ দিয়েছে। মৌমাছিরা উড়ে যাচ্ছে এ ফুল থেকে ও ফুলে। গ্রামীণ পরিবেশকে আরও বেশি সতেজ করে তুলেছে বর্ষায় ফোটা এই হুড়হুড়িয়া।

অনেকেই এই উদ্ভিদের নাম না জানলেও এর মন ভোলানো সৌন্দর্য উপভোগ করছেন ঠিকই। কেউ কেউ এই সৌন্দর্য ধরে রাখতে তুলে রাখছেন স্থিরচিত্র। কিশোরী ও তরুণীদের চুলের খোঁপা ও বেনিতেও শোভা পাচ্ছে এ ফুল।

স্থানীয় বিদ্যাপীঠ ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নুসাইবা রাহমান কালবেলাকে বলেন, এই ফুলের নাম জানি না। তবে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে এ ফুলের দিকে নজর পড়ে। ফুলগুলো বেশ সুন্দর। ফুটন্ত ফুলের শোভায় প্রকৃতি অন্যরকম সুন্দর হয়ে উঠেছে। অনেক মেয়েদের খোঁপায় এই ফুল পরতে দেখেছি। তাই আমিও আজকে খোঁপায় পরতে কিছু ফুল সংগ্রহ করেছি।

স্থানীয় বাসিন্দা ও ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী মাহিদুল ইসলাম অর্ণব কালবেলাকে বলেন, আমাদের বাড়ির পাশের সড়কের দুপাশে হলুদ হুড়হুড়িয়া ফুল ফুটে আছে। আসা-যাওয়ার পথে সব বয়সী মানুষ এই ফুলের সৌন্দর্যে আকৃষ্ট হচ্ছেন। এই সময়টাতে এ ফুল অনেক স্থানেই ফুটে থাকতে দেখা যাচ্ছে। স্থানীয় লোকজন অনেকেই এই ফুলের নাম না জানলেও এর সৌন্দর্য উপভোগ করছেন।

প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমেদ কালবেলাকে বলেন, সৃষ্টিকর্তার সৃষ্টি গাছগাছালি মানুষের নানা উপকারে আসে। গাছগাছালির কারণে প্রকৃতিকে সুন্দর ও সাবলীল মনে হয়। যেকোনো ফুলই সুন্দর ও মনোরম। হলুদ হুড়হুড়িয়া ফুল উপজেলার বিভিন্ন এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে। হলুদ হুড়হুড়িয়া ছোট আকারের ফুল হলেও এই ফুল তার স্বতন্ত্র সৌন্দর্যের কারণে মানুষের দৃষ্টি কাড়ছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউনানি চিকিৎসক ডা. সোহেল রানা কালবেলাকে বলেন, সৃষ্টির প্রতিটি গাছগাছালির মধ্যে মানুষের কল্যাণ নিহিত রয়েছে। মানুষের সুস্থভাবে বাঁচিয়ে রাখতে গাছগাছালির ভূমিকা অপরিসীম। হলুদ হুড়হুড়িয়া উদ্ভিদটিও একটি উপকারী উদ্ভিদ। এর নানা ঔষধি গুণ রয়েছে। সাধারণত এই উদ্ভিদ সড়কের পাশে, বিভিন্ন জলাশয়ের পাড় ও অনাবাদি পতিত জমিতে জন্মে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাচ্চা না হলে সংসার ছেড়ে চলে যেতে হবে’

তিন চমক নিয়ে ইতালির বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা

২৬ সেপ্টেম্বর থেকে প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশনের আলটিমেটাম

চার সিদ্ধান্ত জানাল ডাকসুর নির্বাচন কমিশন

নুরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

আফ্রিদির পছন্দের কেএফসির চিকেন আনল পরিবার, মেলেনি অনুমতি

মেয়োনিজ না পাওয়ায় ক্যাফেতে আগুন ধরিয়ে দিলেন বৃদ্ধ!

এবার ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়াল রাশিয়া

তাসকিনের চার উইকেট, নেদারল্যান্ডসের সংগ্রহ ১৩৬

দেশের ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে ভোট চায় : মুহাম্মদ শাহজাহান

১০

ভোটে জয় নয়, মানুষের জীবন বদলানোই লক্ষ্য : বিএনপি নেতা মনিরুজ্জামান

১১

চার বিভাগে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১২

নুরের ওপর হামলার প্রতিবাদ জানাল ঢাবি সাদা দল 

১৩

জাতীয় পার্টি কি নিষিদ্ধ হচ্ছে?

১৪

‘আমার কিডনিতে অপারেশন, স্ত্রী অন্তঃসত্ত্বা’ বলে আদালতে জামিন চান আফ্রিদি

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ, ফুটো পাইপ মেরামতে নেমেছে ওয়াসা

১৬

একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে : মির্জা ফখরুল

১৭

আল্লাহ ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর শক্তি কারোর নেই : সালাহউদ্দিন

১৮

নুরের ওপর হামলায় কোন দল কী প্রতিক্রিয়া জানাল

১৯

বর্ণাঢ্য আয়োজনে জবির লোকপ্রশাসন বিভাগের যুগপূর্তি উদযাপিত

২০
X