রাজবাড়ীর গোয়ালন্দে পুকুরে গোসলে নেমে অমূল্য প্রসন্ন রায় (৭৫) নামে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ওই পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্ধারকর্মীরা।
অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক অমূল্য প্রসন্ন রায় গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।
জানা গেছে, বিকেল ৪টার দিকে অমূল্য প্রসন্ন রায় নিজ বাড়ির পাশে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে যান। এরপর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে।
গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান বলেন, রাত সাড়ে ৯টার দিকে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন