নীলফামারীর সৈয়দপুরে ভারি বৃষ্টিতে পানিবন্দি কয়েক শত পরিবার পানি নিষ্কাশন সমস্যা নিরসনের দাবিতে সড়ক অবরোধ ও পৌরসভা ঘেরাও করে মানববন্ধন করেছে।
রোববার (১৪ জুলাই) দুপুরে ভুক্তভোগীরা শহরের সৈয়দপুর-দিনাজপুর সড়কের দহলা ব্রিজে প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে। এ সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে শহরে ভয়ানক যানজটের সৃষ্টি হয়। পরে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। পরে ভুক্তোভোগীরা পৌরসভার সামনে জড়ো হয়ে মানববন্ধন ও ঘেরাও করে।
ভুক্তোভোগীরা জানান, শহরের নতুন বাবুপাড়া, কুন্দল এলাকায় বৃষ্টির পানি নিষ্কাশনের খাল ভরাট করায় পানিতে ডুবে গেছে ওই এলাকার প্রায় ৮০০ একর ফসলি জমি, পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন তারা। ফলে শহরের কুন্দল এলাকার দহলা ব্রিজের খাল দিয়ে পানি নিষ্কাশনের প্রবাহে বাঁধা ও ফসল নষ্টের প্রতিবাদে সড়ক অবরোধ ও পৌরসভা ঘেরাও করেছেন। আমরা প্রতিবাদ জানিয়ে এর সমাধান চাই।
প্রতিবাদ কর্মসূচিতে ভুক্তভোগীরা বলেন, আমাদের দীর্ঘদিনের এ সমস্যা নিরসনে পৌরসভা কোনো কার্যকর পদক্ষেপই নিচ্ছে না। ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ড এলাকার বৃষ্টির খাল অবৈধভাবে ভরাট করে পানি প্রবাহে বাঁধা সৃষ্টি করা হয়েছে। ফলে সামান্য বৃষ্টি হলে বাড়িতে পানি প্রবেশ করছে এবং জমির ফসলের ক্ষতি হচ্ছে।
পরে ঘেরাও শেষে আবরোধকারীরা পানি নিস্কাশনের স্থায়ী সমাধানে এলাকার সংসদ সদস্য, পৌর মেয়র, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও নীলফামারীর পুলিশ সুপার দপ্তরে স্মারকলিপি দেন।
নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক বলেন , ভুক্তোভোগীদের অভিযোগ সরেজমিনে গিয়ে শুনেছি। এ নিয়ে ভুক্তভোগী ও পৌর কর্তৃপক্ষকে সঙ্গে বসে সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বলেন, আমরা এ সমস্যা সমাধানে আন্তরিক। দ্রুত যাতে এর সমাধান হয়, সে জন্য যা করণীয় তা করা হবে।
মন্তব্য করুন