জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জমি বন্ধকের টাকার লেনদেন এবং পূর্বশত্রুতার জেরে কৃষক নূরুল ইসলাম হত্যা মামলায় একই পরিবারের তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৫ জুলাই) দুপুরে জয়পুরহাট অতিরিক্তি জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- পাঁচবিবি উপজেলার বড়পুকুরিয়া গ্রামের সানাউল ইসলাম, তার স্ত্রী লতিফা বেগম ওরফে বেলো বেগম ও তাদের ছেলে ফিরোজ হোসেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, কৃষক নূরুল ইসলামের সঙ্গে আসামিদের জমি বন্ধকের টাকা লেনদেন নিয়ে শত্রুতা চলছিল। এ কারণে ২০১৬ সালের ৩ জানুয়ারি পূর্বশত্রুতার জের ধরে ওই দিন সকাল ১০টার দিকে কথাকাটাকাটি হয়। এ সময় আসামিরা নূরুল ইসলামের মাথায় কোদাল দিয়ে আঘাত করে এবং লাঠিপেটা করে।
গুরুতর আহত অবস্থায় নূরুল ইসলামকে জয়পুরহাট ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে কৃষক নূরুল ইসলাম মারা যান।
এ ঘটনায় পরদিন নিহত নূরুল ইসলামের স্ত্রী আনজুয়ারা বেগম বাদী হয়ে পাঁচবিবি থানায় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ মামলায় পাঁচবিবি থানা পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারে সাক্ষ্য-প্রমাণে আদালত এ রায় দেন।
মন্তব্য করুন