ফেনীর ছাগলনাইয়ায় ট্রাকচাপায় মো. আরিফুল ইসলাম (৩৫) নামে ফ্রিজের টেকনিশিয়ান এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের কন্ট্রাক্টর মসজিদ বাজারে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাক ফেলে পালিয়ে যান চালক ও সহযোগী।
নিহত আরিফুল ইসলাম ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব পাঠানগড় গ্রামের মৃত সুলতান আহাম্মদের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে আরিফ তৃতীয়। তার ছোট ২ সন্তান রয়েছে।
নিহত আরিফের চাচা নুর ইসলাম ও চাচাতো ভাই নুরুল আফছার জানান, ঘটনার সময় আরিফ তার নিজ বাড়ি থেকে কন্ট্রাক্টর মসজিদ বাজারে দোকানে যাচ্ছিলেন। ছাগলনাইয়া থেকে ফেনীগামী দ্রুতগতির একটি বালুভর্তি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আরিফ মারা যান।
ছাগলনাইয়া থানার ওসি হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়। মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন