কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে সংঘর্ষে নিহতদের স্মরণে টাঙ্গাইলে গায়েবানা জানাজা আদায় করেছেন কোটা আন্দোলনকারীরা।
বুধবার (১৭ জুলাই) দুপুরে শহরের জেলা সদর হেলিপ্যাড এলাকায় এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় গায়েবানা জানাজায় ইমামতি করেন করটিয়া সাদত কলেজের শিক্ষার্থী কামরুল ইসলাম।
জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে সারা দেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলায় নিহতদের জন্য এ গায়েবানা জানাজার আয়োজন করা হয়। এতে প্রায় পাঁচ শতাধিক কোটা আন্দোলনকারীরা জানাজায় অংশগ্রহণ করেন।
কোটা সংস্কারের আন্দোলনে দেশের দূর-দুরান্তের যারা মারা গেছেন তাদের জানাজায় টাঙ্গাইল থেকে অংশগ্রহণ করতে না পারার কারণে টাঙ্গাইলের হেলিপ্যাডে এ গায়েবানা জানাজার আয়োজন করা হয়।
মন্তব্য করুন