নরসিংদী জেলা কারাগার থেকে পালানো হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে বগুড়ার গাবতলী থানা পুলিশ।
গ্রেপ্তার মামুন (২৮) নামের ওই আসামি গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামে শ্বশুরবাড়িতে আত্মগোপন করে ছিলেন। বুধবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টায় দুর্গাহাটা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামুন বগুড়ার শাজাহানপুর উপজেলার সাবরুল সোনারপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, মামুন ২০২০ সালের নভেম্বর মাসে নরসিংদী জেলার মনোহরদী থানার (মামলা নং-১৭) একটি হত্যা মামলার আসামি। নরসিংদী জেলা কারাগারে আটক থাকা অবস্থায় গত ১৯ জুলাই সেখানে হামলার ঘটনা ঘটে। সে সময় মামুন অন্য আসামিদের সঙ্গে পালিয়ে যায়। পরে গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামে শ্বশুরবাড়িতে আত্মগোপন করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মামুন বর্তমানে গাবতলী থানা হেফাজতে রয়েছে।
মন্তব্য করুন