কোটাবিরোধী আন্দোলন চলাকালে নরসিংদীর কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার হাজতি আব্দুল আলীকে (৩০) গ্রেপ্তার করেছে ময়মনসিংহের পুলিশ। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের বৈরাটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে আঠারোবাড়ি ফাঁড়ি পুলিশের অভিযানে এ আসামিকে গ্রেপ্তার করা হয়। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ এ অভিযান চালায়।
জানা যায়, গ্রেপ্তারকৃত আব্দুল আলী ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনায়নের বৈরাটী গ্রামের বাসিন্দা। সে কারাগার থেকে পালিয়ে নিজ বাড়িতে অবস্থান করছিল। তার বাবার নাম সুরুজ আলী। বর্তমানে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে আছে।
আঠারোবাড়ি তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ওসি) মো. আমিনুল ইসলাম কালেবেলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, কয়েক বছর আগে নরসিংদীর মাধবদী উপজেলায় কাজে গিয়ে প্রতিবেশী চাচাতো বোন জামাই বৈরাটী গ্রামের আরব আলীর ছেলে মতি মিয়াকে খুন করেন আব্দুল আলী। এ ঘটনায় মাধবদী থানায় হত্যা মামলা দায়ের হলে তিনি গ্রেপ্তার হন। ওই মামলায় গত ১৪ মাস ধরে তিনি নরসিংদী কারাগারে বন্দি ছিলেন। এরপর চলমান আন্দোলনের জেরে নরসিংদী কারাগার ভাঙচুর হলে তিনি পালিয়ে যান।
মন্তব্য করুন