শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০৭:৪৭ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নেছারাবাদের কাঠের তৈরি নৌকা যাবে জার্মানিতে

নৌকা তৈরি করছেন কারিগররা। ছবি : কালবেলা
নৌকা তৈরি করছেন কারিগররা। ছবি : কালবেলা

পিরোজপুর নেছারাবাদের আটঘর-কুড়িয়ানা কাঠের নৌকা তৈরির জন্য বিখ্যাত। শত বছরের ঐতিহ্যবাহী ভাসমান নৌকার হাট কেন্দ্র করে দেশি-বিদেশি অনেক পর্যটক এখন ভিড় করছেন এই হাটে। এবারে সেই নৌকা যাবে জার্মানিতে। প্রাথমিক পর্যায়ে ২০টি নৌকা অর্ডার হলেও প্রথম পর্যায়ে যাবে ১০টি।

নৌকা মিস্ত্রি আজিজুল বলেন, আমি দীর্ঘদিন ধরে নৌকা তৈরি করি। সাধারণত ডিঙি ও টালাই বানাতাম। কয়েকদিন আগে জার্মানির এক লোক এসে ২০টি নৌকার অর্ডার দেন। এটিই আমার প্রথম বিদেশি অর্ডার। এর আগে আমাদের এলাকার তৈরি নৌকা বিদেশি অর্ডার কেউ পায়নি। প্রতিটি নৌকা তৈরিতে ১০ হাজার টাকা চুক্তি হয়েছে। তিনি বায়না বাবদ অগ্রিম ২৪ হাজার টাকা দিয়ে গেছেন। মেহগনি গাছ দিয়ে তাদের দেখানো ডিজাইন অনুসারে তৈরি করছি। প্রথমে ১০টি নৌকা যাবে। এরপরে ভিন্ন ডিজাইনের আরও ১০টি নৌকা বানাতে হবে।

জার্মান নাগরিকের সঙ্গে আসা বরিশালের এক বাসিন্দা মোহাম্মদ জুবান আহমেদ সপ্তাহে একবার এসে কাজের অগ্রগতি দেখে যান বলে জানান তিনি। তিনি আরও জানান, এই নৌকা নিয়ে সেখানকার বাজার দেখবেন। বাজারে চললে আরও নৌকা তৈরি করে নেবেন। তবে নৌকাগুলো ওখানকার কোনো নদী বা খালে চলবে না। এসব দিয়ে বসার জন্য শৌখিন আসন বানানো হবে।

জার্মান নাগরিকের পক্ষে মোহাম্মদ জুবান মোবাইল ফোনে বলেন, এখন কাজ প্রাথমিক পর্যায়ে। এজন্য আমরা বিস্তারিত জানাতে চাচ্ছি না। তবে সবগুলো নৌকা পুরোপুরি তৈরি হলে হস্তান্তরের আগে বিস্তারিত জানাব।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন হালদার বলেন, আমাদের এলাকার পেয়ারা, আমড়া ও নৌকা তৈরি করার জন্য বিখ্যাত হলেও এই প্রথম এলাকার তৈরি নৌকা বিদেশে যাচ্ছে- এটি আমাদের জন্য গৌরবের এবং সুনামের। এতে করে বাংলাদেশের পণ্যের বিশ্ববাজার যেমন তৈরি হবে, তেমনি অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনার দুয়ার খুলবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, এটি আমাদের জন্য আনন্দের ও অনুপ্রেরণার। তবে আমি সরেজমিনে নৌকার কারিগর আজিজুলের সঙ্গে দেখা করে এই শিল্প কীভাবে আরও সমাদৃত করা যায় এবং যে কোনো সহায়তার প্রয়োজন হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কসবায় দোয়া মাহফিল

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

দেশের মানুষকে ভালো রাখার জন্য আমৃত্যু লড়েছেন খালেদা জিয়া : খায়রুল কবির

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা

প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত

শরীয়তপুরে পুড়িয়ে হত্যাচেষ্টা / বাদী হয়ে বাবার মামলা, তৃতীয় দিনেও অধরা দুর্বৃত্তরা

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’, কনস্টেবল প্রত্যাহার

‘আমরা থানা পুড়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’, বৈষম্যবিরোধী নেতার হুমকি

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

১০

যে কারণে বাতিল হলো হামিদুর রহমান আজাদের মনোনয়ন

১১

চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল জিম্বাবুয়ে

১২

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১৩

গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের একমাত্র মাধ্যম নির্বাচন : কবির আহমেদ

১৪

সাকিবকে পিছনে ফেলে নতুন উচ্চতায় মুস্তাফিজ

১৫

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

১৬

খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন গোলাম হাফিজ কেনেডি

১৭

ওসমান হাদি ৫ বছর বাঁচলে দেশ হতো জনতার : মাসুমা হাদি

১৮

চাঁদা না দেওয়ায় এক শীর্ষ ব্যবসায়ীর বাড়িতে গুলি

১৯

খালেদা জিয়ার মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড : রিজভী

২০
X