নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০৭:৪৭ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নেছারাবাদের কাঠের তৈরি নৌকা যাবে জার্মানিতে

নৌকা তৈরি করছেন কারিগররা। ছবি : কালবেলা
নৌকা তৈরি করছেন কারিগররা। ছবি : কালবেলা

পিরোজপুর নেছারাবাদের আটঘর-কুড়িয়ানা কাঠের নৌকা তৈরির জন্য বিখ্যাত। শত বছরের ঐতিহ্যবাহী ভাসমান নৌকার হাট কেন্দ্র করে দেশি-বিদেশি অনেক পর্যটক এখন ভিড় করছেন এই হাটে। এবারে সেই নৌকা যাবে জার্মানিতে। প্রাথমিক পর্যায়ে ২০টি নৌকা অর্ডার হলেও প্রথম পর্যায়ে যাবে ১০টি।

নৌকা মিস্ত্রি আজিজুল বলেন, আমি দীর্ঘদিন ধরে নৌকা তৈরি করি। সাধারণত ডিঙি ও টালাই বানাতাম। কয়েকদিন আগে জার্মানির এক লোক এসে ২০টি নৌকার অর্ডার দেন। এটিই আমার প্রথম বিদেশি অর্ডার। এর আগে আমাদের এলাকার তৈরি নৌকা বিদেশি অর্ডার কেউ পায়নি। প্রতিটি নৌকা তৈরিতে ১০ হাজার টাকা চুক্তি হয়েছে। তিনি বায়না বাবদ অগ্রিম ২৪ হাজার টাকা দিয়ে গেছেন। মেহগনি গাছ দিয়ে তাদের দেখানো ডিজাইন অনুসারে তৈরি করছি। প্রথমে ১০টি নৌকা যাবে। এরপরে ভিন্ন ডিজাইনের আরও ১০টি নৌকা বানাতে হবে।

জার্মান নাগরিকের সঙ্গে আসা বরিশালের এক বাসিন্দা মোহাম্মদ জুবান আহমেদ সপ্তাহে একবার এসে কাজের অগ্রগতি দেখে যান বলে জানান তিনি। তিনি আরও জানান, এই নৌকা নিয়ে সেখানকার বাজার দেখবেন। বাজারে চললে আরও নৌকা তৈরি করে নেবেন। তবে নৌকাগুলো ওখানকার কোনো নদী বা খালে চলবে না। এসব দিয়ে বসার জন্য শৌখিন আসন বানানো হবে।

জার্মান নাগরিকের পক্ষে মোহাম্মদ জুবান মোবাইল ফোনে বলেন, এখন কাজ প্রাথমিক পর্যায়ে। এজন্য আমরা বিস্তারিত জানাতে চাচ্ছি না। তবে সবগুলো নৌকা পুরোপুরি তৈরি হলে হস্তান্তরের আগে বিস্তারিত জানাব।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন হালদার বলেন, আমাদের এলাকার পেয়ারা, আমড়া ও নৌকা তৈরি করার জন্য বিখ্যাত হলেও এই প্রথম এলাকার তৈরি নৌকা বিদেশে যাচ্ছে- এটি আমাদের জন্য গৌরবের এবং সুনামের। এতে করে বাংলাদেশের পণ্যের বিশ্ববাজার যেমন তৈরি হবে, তেমনি অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনার দুয়ার খুলবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, এটি আমাদের জন্য আনন্দের ও অনুপ্রেরণার। তবে আমি সরেজমিনে নৌকার কারিগর আজিজুলের সঙ্গে দেখা করে এই শিল্প কীভাবে আরও সমাদৃত করা যায় এবং যে কোনো সহায়তার প্রয়োজন হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁধ ভেঙে পানির নিচে ৫০০ একর আমন ক্ষেত 

ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ

অ্যাশেজের শেষ তিন টেস্ট থেকে ছিটকে গেলেন অজি তারকা

আলুবীজ উৎপাদনে বিপ্লব, টিস্যু কালচারে বছরে ২৫ লাখ প্লান্টলেট

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ২ লাখ ৭৪ হাজার ছাড়াল

জাপান / এক সপ্তাহের ‘শক্তিশালী ভূমিকম্পের’ সতর্কতা জারি

হেনস্তার শিকার ভারতীয় সংগীতশিল্পী

গুম-নির্যাতনের মামলা / ৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির 

যুবদলের স্বেচ্ছাশ্রমে কাঠের সেতু, ২ ইউনিয়নের ভোগান্তি লাঘব 

আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আব্দুল্লাহ

১০

জন্ম থেকেই হাত নেই, ছোট আরশাদুল পা দিয়েই লেখে

১১

ডিমেনশিয়ার ৬ শারীরিক লক্ষণ

১২

নির্বাচনে বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ

১৩

বিরতির পর ফিরলেন কিয়ারা

১৪

দুর্নীতিবাজদের নির্বাচিত করবেন না : দুদক চেয়ারম্যান 

১৫

ইসলামী আন্দোলন থেকে মুফতি হাবিবুরকে স্থায়ীভাবে বহিষ্কার

১৬

জগন্নাথপুর মুক্ত দিবস আজ

১৭

ভিভোতে চলছে নিয়োগ

১৮

বেগম রোকেয়ার দেহাবশেষ পায়রাবন্দে সমাহিত করার দাবি 

১৯

আবু সাঈদ হত্যা : ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

২০
X