মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালের নারী কর্মচারীকে মারধরের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

মারধরের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগী। ছবি : কালবেলা
মারধরের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগী। ছবি : কালবেলা

বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী কর্মচারীকে মারধর করেছেন স্থানীয় এক যুবলীগ কর্মী। রোববার (২৮ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

যুবলীগ কর্মী হাসিব আমিন মোংলা পৌর কাউন্সিলর ও পৌর যুবলীগের সভাপতি কবির হোসেনের আপন শ্যালক।

জানা গেছে, যুবলীগ কর্মী হাসিব ওই নারী স্টাফকে মারপিটের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কবির হোসেন নিজেও। সরকারি হাসপাতালের নারী কর্মচারীকে মারধরের খবরে হাসপাতালের অন্য কর্মচারীরা ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মচারী সাবিনা সুলতানা কালবেলাকে বলেন, পৌর কাউন্সিলর কবির হোসেন কয়েকজন লোক নিয়ে রোববার রাত সাড়ে ৮টার দিকে রোগীকে দেখতে হাসপাতালে আসেন। ওই সময়ে হাসপাতালের রোগীদের ওষুধ সরবরাহের সময় ছিল। এ কথা বলতেই কাউন্সিলর কবির হোসেনের শ্যালক হাসিব আমিনসহ অন্যরা আমার ওপর চড়াও হন। পরবর্তীতে হাসিব আমাকে বেধড়ক মারধর করেন।

তিনি বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহীন ছুটে আসেন। পরে পুলিশও আসে। এ ছাড়া হাসিবের পক্ষ হয়ে আওয়ামী ও যুবলীগের নেতারা আসেন। এ নিয়ে হাসপাতালে চরম বাগ্‌বিতণ্ডা হয়। পরে তারা আমাকে সরি বলে চলে যান। আমি এমন সরি মানি না। হাসিব আমাকে যাওয়ার সময় পিটিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে যান। আমি মামলা করব, সরির মতো বিচার আমি মানি না।

এ বিষয়ে জানতে চাইলে পৌর কাউন্সিলর ও যুবলীগ সভাপতি কবির হোসেন বলেন, রোগী দেখাকে কেন্দ্র করে যুবলীগের কর্মী হাসিবের সঙ্গে হাসপাতালের এক নারী কর্মচারীর বাগ্‌বিতণ্ডা হয়েছে। কোনো মারধরের ঘটনা ঘটেনি। পরে আমিসহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা উপস্থিত হয়ে বিষয়টি সমাধান করে দিয়েছে।

বাগেরহাট জেলা সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দীন কালবেলাকে বলেন, আমি মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীনের সঙ্গে কথা বলে বিষয়টি দেখছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাঙ্গলকোটে ৬টি মাজার ও বাড়িঘর ভাঙচুর

‘যেখানেই রক্ত পড়েছে সেখানেই বিপ্লব হয়েছে, পরিবর্তন হয়েছে’

আমরা এখন নির্বাচন চাই না : জি এম কাদের 

কালবেলায় সংবাদ প্রকাশের পর মহিলা আ.লীগ সভাপতির ছেলে এলিদ ওএসডি

আজমিরীগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে আহত শতাধিক 

শাকিবের পক্ষ থেকে বন্যার্তদের পাশে ইমন-মিম 

সীমান্ত হত্যা দ্বিপক্ষীয় সম্পর্ক ভালো করার অন্তরায় : পররাষ্ট্র উপদেষ্টা

মেয়র আতিকের অভিপ্রায়ে ডিএনসিসিতে নিয়োগ পাওয়া সবার নিয়োগ বাতিল

ঢাবির মুহসীন হলে নির্যাতন / ২০১৭ সালের ঘটনায় ১৩ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

যেভাবে দেখবেন সাকিবের খেলা

১০

দুদকের পরিচালক ও উপপরিচালক পদে বড় রদবদল

১১

‘আমাদের ঐক্যবদ্ধ থেকে রাষ্ট্র সংস্কার ও মেরামত করতে হবে’

১২

বরিশালে বিএনপির কর্মীকে পেটালেন যুবলীগ কর্মীরা

১৩

চাঁদাবাজি-দখলের সঙ্গে জড়িত থাকলে আজীবন বহিষ্কার : নীরব

১৪

নতুন করে কোনো চক্রান্তকে বাস্তবায়ন করতে দেব না : নুরুল ইসলাম বুলবুল

১৫

দুই ভাগ্নেকে পিটিয়ে হত্যায় মামাসহ ৩ জনের মৃত্যুদণ্ড

১৬

ভারতের বিপক্ষে ‘ফাইট’ করার ঘোষণা মিরাজের

১৭

পলিথিন ও পলিপ্রপিলিন ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৮

মাল্টা চাষে দিনবদল ভাণ্ডারিয়ার যুবক মহাসিনের

১৯

সেন্সরের কাঁচির নিচে কঙ্গনার সিনেমা

২০
X