বশির হোসেন, খুলনা
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০৯:৪৫ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৯:৫৩ এএম
অনলাইন সংস্করণ
মৃত্যুর আগে ইয়াসিনের প্রশ্ন

‘আমি তো মিছিলে যাইনি মা, আমাকে গুলি করল কেন’

এলপি গ্যাসের দোকানে ডেলিভারি ম্যান ইয়াসিন শেখ। ছবি : সংগৃহীত
এলপি গ্যাসের দোকানে ডেলিভারি ম্যান ইয়াসিন শেখ। ছবি : সংগৃহীত

হঠাৎ মায়ের কাছে খবর এল, ‘আপনার ছেলের গায়ে গুলি লেগেছে তাড়াতাড়ি আসেন।’ হতদরিদ্র মায়ের কাছে তখন রিকশা ভাড়াও ছিল না। রিকশাওয়ালাকে হাতে পায়ে ধরে কোনোরকমে যাত্রাবাড়ী গিয়ে দেখেন ছেলে ইয়াসীন শেখের রাস্তায় পড়ে আছে নিথর দেহ। বাঁচার আকুতিতে তখনো কাতরাচ্ছে ইয়াসিন। মাকে জড়িয়ে ধরে বারবার বলতে থাকে ‘মা, আমি তো মিছিলে যাই নাই। গ্যাস নিয়ে কাস্টমারের বাড়ি যাচ্ছিলাম, আমার গায়ে গুলি করল কেন।’

অথচ এই ছেলেই সকালে বাসা থেকে কাজে বের হওয়ার সময় মাকে বলেছিল, ‘মা, সারা জীবন আমাদের কয় ভাইবোনের জন্য মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করেছ। কারখানায় শ্রমিকের কাজ করেছ। এখন আমি কাজে ঢুকছি। এবার থেকে তুমি বাসায় থাকবা, আমি কাজ করব।’

তার এমন আবেগি কথা শুনে মা মনজিলা বেগমও সেদিন চলে গিয়েছিলেন পুরোনো কাগজের কারখানায় শ্রমিকের কাজ করতে। হঠাৎ খবর এলো আপনার ছেলের গায়ে গুলি লেগেছে তাড়াতাড়ি আসেন। তড়িঘড়ি করে যাত্রাবাড়ী পৌঁছে দেখেন সড়কে গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে ছেলে ইয়াসিন। পরে তাকে নেওয়া হয় রাজধানীর মুগদা মেডিকেলে। সেখানে লাইফ সাপোর্টে থাকার পর গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়। আর মা মনজিলা বেগম হারান বেঁচে থাকার একমাত্র অবলম্বন।

সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘাত-সহিংসতা চলাকালীন গ্যাসের সিলিন্ডার নিয়ে গ্রাহকের বাসায় যাওয়ার সময় রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হন এই কিশোর। টানা ৬ দিন রাজধানীর মুগদা মেডিকেলে চিকিৎসাধীন থাকার পর জীবনপ্রদীপ নিভে যায় ইয়াসিনের। যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকায় ছোট্ট একটি ঘরে মা আর বোনকে নিয়ে ভাড়া থাকতো সে।

কিশোর ইয়াসিনের জন্ম খুলনার রূপসা উপজেলায়। ইয়াসিনের বয়স যখন মাত্র ২, তখনই ব্রেইন স্ট্রোকে মারা যায় তার বাবা নুর ইসলাম শেখ। পরপর তিন মেয়ে এবং ২ বছরের ছেলে ইয়াসীনকে নিয়ে মা মনজিলা বেগমের ঠাঁই হয় খুলনার রূপসার উপজেলার রহীমনগরে বিধবা মায়ের ভাড়া করা কুঁড়েঘরে। সেখানেই বেড়ে ওঠে ইয়াসীন শেখ। আর্থিক অনটনে পড়াশোনাও করা হয়নি। মানুষের বাড়ি কাজ করে মনজিলা বেগম তার তিন মেয়ে নুরজাহান, নাসরীন ও সারমিনকে কোনোরকম বিয়ে দেন। ছোট মেয়ে শারমীনের সংসার না টেকায় বছর দুয়েক আগে মেয়ে আর ১৫ বছরের ইয়াসীনকে সঙ্গে নিয়ে ঢাকায় চলে আসেন মনজিলা বেগম। মানুষের বাড়িতে কাজ করে সংসার চালানো মনজিলা ও তার মেয়ে শারমীন একটি কাগজের কারখানায় কাজ নেন গেল ৬ মাস আগে। ইয়াসীন একটি এলপি গ্যাসের দোকানে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করত।

ওই দিনের ঘটনায় পেটের মধ্যে গুলি লেগে পেছন থেকে বের হয়ে যায় ইয়াসীনের। মুগদা মেডিকেলে ৬ দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ২৫ জুলাই রাতে মৃত্যুর কাছে হার মানে ইয়াসীন। আইনি প্রক্রিয়া শেষ করে গত ২৬ জুলাই রাতে খুলনার রূপসায় রহীমননগরে নানির সেই ভাড়া বাড়িতে আসে ইয়াসীন, কিন্তু লাশ হয়ে।

ইয়াসীনের মা মনজিলা বেগম কালবেলাকে বলেন, ‘চার ছেলেমেয়েকে ছোট রেখে ১৫ বছর আগে আমার স্বামী মারা যায়, ২ বছরের ইয়াসীনের মুখের দিকে তাকিয়ে এতটা বছর বেঁচে আছি। এই আমার ছেলে কাজ শুরু করেছে। যেদিন গুলি খেল সেদিনও আমাকে বলেছে আর আমাকে কাজ করতে দেবে না। আমার ছেলে পড়াশোনা করেনি টাকার অভাবে। কোনো রাজনীতি করে না। আমার ছেলে কেনো গুলিতে মরল, আমার তো আর কেউ থাকল না। এখন আমি কী নিয়ে বাঁচব। আমি আমার সন্তানের হত্যার বিচার চাই।’

ইয়াসীনের বোন নুরজাহান কালবেলাকে বলেন, ‘আমি আর আমার মা সবাই এক কারখানায় কাজ করি। কাজে বসে খবর পাই, আমার ভাইকে গুলি করেছে। আমার ভাই ছোট থেকে অনেক কষ্ট করতে করতে বড় হইছে। আমার বাপ মারা গেছে ছোটবেলায়, এই ভাই ছাড়া আমাদের কেউ নেই।’

ইয়াসীনের বন্ধু সাগর কালবেলাকে বলেন, ইয়াসীন খুলনায় আমাদের সঙ্গেই থাকত। বয়সে আমাদের থেকে ছোট হলেও সে খুবই নম্র-ভদ্র ছিল। বাপ না থাকায় সবাই ওকে ভালোবাসতো। কাজের জন্য ২ বছর আগে ঢাকা গেল। কয়েকদিন আগে কথা হলে তাকে বলেছিলাম, খুলনায় আয় বেড়িয়ে যা। কিন্তু ও খুলনায় আসলো কিন্তু মৃত অবস্থায়। ওরা এতো গরিব যে, লাশ খুলনায় আনতে অ্যাম্বুলেন্স ভাড়াও ছিল না। আমরা এখান থেকে রূপসা খেয়াঘাটে সাহায্য উঠাইয়া পাঠাইছি, তাই দিয়ে লাশ খুলনায় এনে দাফন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মাইক্রোসফট ওয়ার্ড ফাইল নিজেই জমা হবে অনলাইনে, কতটা ভালো?

ভিডিও তৈরির যে অ্যাপ সবার জন্য উন্মুক্ত করল গুগল

ময়মনসিংহে জাপার অফিস ভাঙচুর

গণঅধিকার পরিষদের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

স্বাস্থ্য পরামর্শ / মোটরযানের কালো ধোঁয়া ও অসংক্রামক রোগের ঝুঁকি

নুরের ওপর হামলার নিন্দা / আমরা অত্যন্ত নাজুক সময়ে আছি : তারেক রহমান

নুরের অবস্থা মুমূর্ষু, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ

নুরের ওপর হামলার প্রতিবাদে নিজ উপজেলায় বিক্ষোভ

১০

ডাচদের সাথে লিটনদের লড়াই দেখবেন যেভাবে

১১

নুরের ওপর হামলা / ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ

১২

কী বলে নুরের ওপর হামলা করা হয়, জানালেন ইয়ামিন মোল্লা

১৩

আফগানদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা পাকিস্তানের

১৪

নুরের ওপর হামলার ঘটনায় জামায়াত সেক্রেটারি জেনারেলের বিবৃতি

১৫

আইসিইউতে নুর, ৪৮ ঘণ্টার আগে কিছু বলা যাবে না : চিকিৎসক

১৬

নুরের ওপর হামলা ‘অত্যন্ত ন্যক্কারজনক’: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

১৭

নুরের ওপর হামলায় ১০১ সংগঠনের বিবৃতি

১৮

নুরকে দেখতে এসে আসিফ নজরুল অবরুদ্ধ 

১৯

আহত নুরকে দেখতে ঢামেকে প্রেস সচিব

২০
X