সিলেটের চৌহাট্টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেছে। এ ছাড়া পুলিশের গাড়িতে ভুয়া ভুয়া শব্দ লিখে দিয়েছেন তারা। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
শনিবার (৩ আগস্ট) বিকেল ৫টায় নগরীর চৌহাট্টায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, চোহাট্টা পয়েন্টে আন্দোলনকারীদের অবস্থানকালে বিকেল ৫টার দিকে আম্বরখানার দিক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বেশ কয়েকজন যুবক চৌহাট্টা পয়েন্টে এসে পুলিশের দিকে ইট-পাটকেল ও জুতা নিক্ষেপ শুরু করে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ পাঁচজনকে আটক করেছে। আহত হয়েছেন তিন পুলিশ সদস্যসহ ১০ জন।
শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করতে দুপুর ১২টা থেকে চৌহাট্টার কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জমায়েত। শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদে ৯ দফা দাবিতে কর্মসূচি হলেও সরকার পতনের একদফা দাবিতে স্লোগান দিতে থাকেন তারা।
সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ কালবেলাকে বলেন, রাস্তা ব্লক করে আন্দোলনের সময় আন্দোলনকারীরা হামলা করে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ার শেল, ফাঁকা গুলি, সাউন্ড গ্রেনেড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। তা ছাড়া আমরা ৮ জনকে আটক করেছি। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা কাজ করছি।
তিনি বলেন, আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলে পুলিশ তাদের বাধা দেবে না। তবে তারা বিশৃঙ্খলা করলে পুলিশ প্রতিহত করবে।
মন্তব্য করুন