ঝিনাইদহে প্রধানমন্ত্রীর পদত্যাগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে জেলা বিএনপির আয়োজনে আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সেসময় জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা সরকারি-বেসরকারি অফিস, দোকান-পাট ও বাড়ি ঘর ভাঙচুরসহ সব সহিংসতা বন্ধে সবার প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের প্রতি শ্রদ্ধা রাখার অনুরোধ জানানো হয়।
সমাবেশ শেষে স্থানীয় কণ্ঠ শিল্পীরা বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করেন।