লালমনিরহাটের পাটগ্রামে ১৭ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাবেশ করেছে। বুধবার (৭ আগস্ট) বিকেলে পৌর শহরের চৌরঙ্গী মোড়ে এ সমাবেশ করা হয়।
পাটগ্রাম উপজেলা জামায়াতের আয়োজনে এতে সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা জামায়াতের আমির প্রভাষক আতাউর রহমান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আনোয়ারুল ইসলাম রাজু, লালমনিরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি ওসমান গনি, পাটগ্রাম উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সোয়াইব আহমেদ, উপজেলা জামায়াতের নেতা কাজী একরামুল হক, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মাসুদ আলম ও পাটগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি খোরশেদ আলম প্রমুখ।
বক্তারা এ সময় সব প্রকার সহিংসতা পরিহার করার আহ্বান জানান ও সংখ্যালঘু যে কোনো মানুষ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষতি করা থেকে বিরতি থাকার নির্দেশ দেন।
মন্তব্য করুন