সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তেলের গুদাম ও পাট বন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উল্লাপাড়া মডেল থানার পেছনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানান, বাবলু নামে এক ব্যক্তি উল্লাপাড়া বাজার করতে গিয়ে এক মুরগি বিক্রেতার সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।
এ সময় একজনকে মারধর করা হয়। এ ঘটনা কেন্দ্র করে চরসাতবাড়িয়া ও জিগরা গ্রামের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে একপক্ষ পাট বন্দরে আগুন দিলে সেটি তেলের গুদামসহ ৭-৮টি দোকানে ছড়িয়ে পড়ে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার নুরুল ইসলাম বাবু কালবেলাকে বলেন, আমাদের ছয়টি ইউনিট কাজ করছি। আগুন নিয়ন্ত্রণ করতে ২ থেকে ৩ ঘণ্টা সময় লাগবে।