জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

চার দিন পর জয়পুরহাট সদর থানার কার্যক্রম শুরু

জয়পুরহাট থানা পরিদর্শনে জয়পুরহাট জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জয়পুরহাটে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা। ছবি : কালবেলা
জয়পুরহাট থানা পরিদর্শনে জয়পুরহাট জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জয়পুরহাটে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা। ছবি : কালবেলা

জয়পুরহাট সদর থানায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার চার দিন পর থানার আংশিক কাজ শুরু করেছে পুলিশ। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে থানার প্রাথমিকভাবে কাজকর্ম শুরু হয়। এ সময় জয়পুরহাট জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জয়পুরহাট জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিতি ছিলেন। পরে একজন ভুক্তভোগী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ সময় জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী সংবাদমাধ্যমকে জানান, নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করেছে। গত দুই দিনে জেলার বিভিন্ন স্থানে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন সবচেয়ে বড় কাজ মানুষের আস্থা অর্জন ও দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা। এ লক্ষ্যে সেনাবাহিনীও কাজ করছে। তারা বিভিন্ন উপজেলায়ও যাচ্ছেন। থানা সংস্কারের কাজগুলোও শিগগিরই শেষ করা হবে।

তিনি বলেন, নতুন আইজিপির নির্দেশে সব পুলিশ কাজে যোগদান করছে। শিক্ষার্থী, রোভার স্কাউট, বিএনসিসি, ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাফিক নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করছেন। এ জন্য জেলা প্রশাসক তাদের অভিন্দন জানিয়েছেন। এ সময় ক্ষতিগ্রস্ত মানুষদের থানায় এসে অভিযোগ করার জন্য আহ্বান জানান তিনি।

জয়পুরহাট জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর লে. কর্নেল মো. জেবায়ের বলেন, যেসব বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া যাচ্ছে তা দ্রুত সময়ে সাধ্যমতো সমাধানের চেষ্টা করা হচ্ছে। এ সময় জয়পুরহাট পুলিশ সুপার নূরে আলম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট রাতে কিছু বিক্ষুব্ধ জনতা থানা ঘেরাও করে। তারা থানায় অগ্নিসংযোগ করে। এ সময় লুটপাটের ঘটনাও ঘটে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল খেকে পুলিশ সদস্যদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। ওই রাতে গুলিবিদ্ধ হয়ে সাবেক যুবদল নেতা মেহেদী হাসান (২৯) মারা যান। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থকদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং লুটপাটের ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ আমলে একটাই খেলা হয়েছে, অস্ত্রের খেলা : দুলু

দেশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে আরও একজনের মৃত্যুদণ্ড কার্যকর

সুস্থ থাকতে কোন বয়সে কত ঘণ্টা ঘুমানো প্রয়োজন, জেনে নিন

ফেসবুকে দিয়েছিলেন বিনামূল্যে লাশ পরিবহনের খবর, তিনিই এখন যাত্রী!

দুর্নীতি ও বৈষম্য বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগ বাড়ছে : ইসলামী সমাজ

মোমের আলোয় প্রয়াতদের স্মরণ করেন স্বজনরা

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ, অস্ত্র প্রদর্শন

সব রেকর্ড ভেঙে স্বর্ণ এখন সর্বোচ্চ দামে

খালেদা জিয়ার ত্যাগ ও অবদানকে মূল্যায়ন করবে জনগণ : রহমাতুল্লাহ

জুনিয়র বৃত্তি পরীক্ষা : ফরম পূরণের সময় বাড়িয়ে বিজ্ঞপ্তি

১০

শাহজালাল বিমানবন্দরে পণ্য রাখার নতুন স্থান নির্ধারণ

১১

ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ মিলছে ৪২ দেশের নাগরিকদের

১২

বাগেরহাটে কলেজ ছাত্রদল সভাপতির ওপর হামলা

১৩

ঘাস চিবিয়ে মাঠ ‘অনুভব’ করতেন রোনালদো!

১৪

মালয়েশিয়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৫

৭ লাখ বছর পর জেগে উঠছে ইরানের তাফতান আগ্নেয়গিরি!

১৬

শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি কবে, জানাল এনটিআরসিএ

১৭

গণভোট নিয়ে গড়িমসি করছে সরকার : জামায়াত

১৮

চেতনা চাপিয়ে দেওয়ার রাজনীতি বাংলাদেশে আর হবে না : শিবির সভাপতি

১৯

ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা, কোস্টগার্ডের গুলি

২০
X