জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

চার দিন পর জয়পুরহাট সদর থানার কার্যক্রম শুরু

জয়পুরহাট থানা পরিদর্শনে জয়পুরহাট জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জয়পুরহাটে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা। ছবি : কালবেলা
জয়পুরহাট থানা পরিদর্শনে জয়পুরহাট জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জয়পুরহাটে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা। ছবি : কালবেলা

জয়পুরহাট সদর থানায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার চার দিন পর থানার আংশিক কাজ শুরু করেছে পুলিশ। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে থানার প্রাথমিকভাবে কাজকর্ম শুরু হয়। এ সময় জয়পুরহাট জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জয়পুরহাট জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিতি ছিলেন। পরে একজন ভুক্তভোগী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ সময় জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী সংবাদমাধ্যমকে জানান, নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করেছে। গত দুই দিনে জেলার বিভিন্ন স্থানে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন সবচেয়ে বড় কাজ মানুষের আস্থা অর্জন ও দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা। এ লক্ষ্যে সেনাবাহিনীও কাজ করছে। তারা বিভিন্ন উপজেলায়ও যাচ্ছেন। থানা সংস্কারের কাজগুলোও শিগগিরই শেষ করা হবে।

তিনি বলেন, নতুন আইজিপির নির্দেশে সব পুলিশ কাজে যোগদান করছে। শিক্ষার্থী, রোভার স্কাউট, বিএনসিসি, ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাফিক নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করছেন। এ জন্য জেলা প্রশাসক তাদের অভিন্দন জানিয়েছেন। এ সময় ক্ষতিগ্রস্ত মানুষদের থানায় এসে অভিযোগ করার জন্য আহ্বান জানান তিনি।

জয়পুরহাট জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর লে. কর্নেল মো. জেবায়ের বলেন, যেসব বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া যাচ্ছে তা দ্রুত সময়ে সাধ্যমতো সমাধানের চেষ্টা করা হচ্ছে। এ সময় জয়পুরহাট পুলিশ সুপার নূরে আলম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট রাতে কিছু বিক্ষুব্ধ জনতা থানা ঘেরাও করে। তারা থানায় অগ্নিসংযোগ করে। এ সময় লুটপাটের ঘটনাও ঘটে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল খেকে পুলিশ সদস্যদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। ওই রাতে গুলিবিদ্ধ হয়ে সাবেক যুবদল নেতা মেহেদী হাসান (২৯) মারা যান। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থকদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং লুটপাটের ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে মারামারি-কাটাকাটি কিছুই থাকবে না : ফয়জুল করীম

কোরআন পাঠে শ্রেষ্ঠদের হাতে উমরাহসহ ১৫ লাখ টাকার পুরস্কার দিল আস-সুন্নাহ

দুবার গাজা ধ্বংস হতে দেখা বৃদ্ধ আয়িসের করুণ গল্প

ইউরোপ যেতে সাঁতরে সাগর পাড়ি দিলেন মা ও ১০ বছরের সন্তান

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার দাপুটে জয়

বিভাজনের রাজনীতি করে দেশকে ভালোবাসা যায় না : ছাত্রশিবির সেক্রেটারি

যে কোনো ষড়যন্ত্র জনগণের ঐক্যের সামনে ভেসে যাবে : ডা. জাহিদ

দেশে একাধিক অগ্নিকাণ্ড, সচিবালয়ে জরুরি বৈঠক

হাসপাতালে ভর্তি পরিণীতি চোপড়া!

পুরোপুরি নিভে গেল বিমানবন্দরের আগুন : ফায়ার সার্ভিস

১০

শাপলা ইস্যুতে এনসিপির ৫ দাবি ও ২ যুক্তি

১১

যে সময়ে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না, জানালেন বিশেষজ্ঞ আলেম

১২

আত্মসমর্পণের পর চকবাজার থানা যুবদল নেতা সজিব কারাগারে

১৩

‘কর্তৃত্ব নয়, ভ্রাতৃত্বের মাধ্যমে জনগণকে আপন করে নিতে হবে’

১৪

স্কুলের মিটিংয়ে পোশাক খুলে প্রতিবাদ

১৫

সড়ক দুর্ঘটনায় আলোচিত টিকটকারের মৃত্যু

১৬

টানা ৪০ দিন নামাজ পড়ে পুরস্কার পেলেন ৬০ কিশোর

১৭

চট্টগ্রাম বন্দরে যানবাহনে বাড়তি মাশুল স্থগিত

১৮

জামায়াতের বিরুদ্ধে বিস্ফোরক স্ট্যাটাস নাহিদের

১৯

পবিপ্রবি পরিদর্শনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান

২০
X