গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরে আ.লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান থেকে অস্ত্র উদ্ধার

নাটোরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র। ছবি : কালবেলা
নাটোরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র। ছবি : কালবেলা

নাটোরের গুরুদাসপুরে পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মোল্লার ব্যবসা প্রতিষ্ঠান থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।

রোববার (১১আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় রসুন হাটায় ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার এরশাদ আলম।

সেনাবাহিনীর গুরুদাসপুর ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. এরশাদ আলম কালবেলাকে বলেন, স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগ নেতার ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে তার ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ আলমারি থেকে ১টি রামদা, ১টি চাকু, ১টি হাতুড়ি ও গোপন ঘর থেকে ৩টি হাসুয়া ও ২টি লোহার রড পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আত্মগোপনে থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সরকারসহ স্থানীয় ব্যবসায়ীরা জানান, দলীয় প্রভাবে প্রায় ১৫ বছর ধরে নন্দকুঁজা নদীর জায়গা দখল করে সেখানে রসুনের আড়ত নির্মাণ করেছিলেন আওয়ামী লীগ নেতা সালাম মোল্লা। ওই আড়তেই রেখেছিলেন দেশীয় সব অস্ত্র। সেখানে প্রায়ই বিভিন্নজনকে নির্যাতন করে অর্থ আদায় করা হতো। এসব অস্ত্র দিয়ে রাজনৈতিক সহিংসতা করার পরিকল্পনা ছিল ওই নেতার।

অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম মোল্লা কালবেলাকে বলেন, ওই ব্যবসা প্রতিষ্ঠানটি তার ছিল। সরকার পতনে সেটি দখল করে নেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। বিএনপির লোকজন অস্ত্র রেখে তাকে রাজনৈতিকভাবে ফাঁসাতে চাচ্ছেন।

গুরুদাসপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুল ইসলাম কালবেলাকে বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগ নেতার ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। তবে ওই নেতাকে পাওয়া না গেলেও সেখান থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দাবিতে জামায়াতের স্মারকলিপি

ইউএস-বাংলা গ্রুপের ট্যাক্স বিভাগে চাকরির সুযোগ

শিক্ষকদের ছত্রভঙ্গ, যান চলাচল স্বাভাবিক

বিশ্বকাপের সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে যাদের পেল আর্জেন্টিনা

ওয়াই-ফাই রেডিয়েশনে কতটা ঝুঁকিতে আমরা?

ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, ৭ শ্রমিক দগ্ধ

সমাধান ও সফটওয়্যার শপের মধ্যে নতুন চুক্তি

১০০ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করতে যাচ্ছে এবি পার্টি

পাক সীমান্তে ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন আফগানিস্তানের

তিন মন্ত্রণালয়ের ৩ সচিবকে বদলি

১০

নতুন ধর্ম সচিব কামাল উদ্দিন

১১

খুলনায় শিশু হত্যায় জড়িত ফয়সালের বাড়িতে অগ্নিসংযোগ

১২

শিশু মিমের চিকিৎসার দায়িত্ব নিলেন শিমুল বিশ্বাস

১৩

পুয়ের্তো রিকো ম্যাচের আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

১৪

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দাবিতে ঢাকার ডিসিকে জামায়াতসহ ৭ দলের স্মারকলিপি

১৫

ট্রুডোর সঙ্গে প্রমোদতরীতে ঘনিষ্ঠ কেটি পেরি

১৬

রাবিতে ফারুক হত্যা মামলার সব আসামি বেকসুর খালাস

১৭

সড়ক দুর্ঘটনায় আহত বাবাকে বাঁচাতে চান হাবিপ্রবির সালমা

১৮

রাতের অন্ধকারে ভোট চাই না : সিইসি

১৯

খাওয়ার পর বসে থাকার অভ্যাস ধূমপানের মতোই বিপজ্জনক

২০
X