গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরে আ.লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান থেকে অস্ত্র উদ্ধার

নাটোরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র। ছবি : কালবেলা
নাটোরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র। ছবি : কালবেলা

নাটোরের গুরুদাসপুরে পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মোল্লার ব্যবসা প্রতিষ্ঠান থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।

রোববার (১১আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় রসুন হাটায় ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার এরশাদ আলম।

সেনাবাহিনীর গুরুদাসপুর ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. এরশাদ আলম কালবেলাকে বলেন, স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগ নেতার ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে তার ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ আলমারি থেকে ১টি রামদা, ১টি চাকু, ১টি হাতুড়ি ও গোপন ঘর থেকে ৩টি হাসুয়া ও ২টি লোহার রড পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আত্মগোপনে থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সরকারসহ স্থানীয় ব্যবসায়ীরা জানান, দলীয় প্রভাবে প্রায় ১৫ বছর ধরে নন্দকুঁজা নদীর জায়গা দখল করে সেখানে রসুনের আড়ত নির্মাণ করেছিলেন আওয়ামী লীগ নেতা সালাম মোল্লা। ওই আড়তেই রেখেছিলেন দেশীয় সব অস্ত্র। সেখানে প্রায়ই বিভিন্নজনকে নির্যাতন করে অর্থ আদায় করা হতো। এসব অস্ত্র দিয়ে রাজনৈতিক সহিংসতা করার পরিকল্পনা ছিল ওই নেতার।

অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম মোল্লা কালবেলাকে বলেন, ওই ব্যবসা প্রতিষ্ঠানটি তার ছিল। সরকার পতনে সেটি দখল করে নেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। বিএনপির লোকজন অস্ত্র রেখে তাকে রাজনৈতিকভাবে ফাঁসাতে চাচ্ছেন।

গুরুদাসপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুল ইসলাম কালবেলাকে বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগ নেতার ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। তবে ওই নেতাকে পাওয়া না গেলেও সেখান থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলের জন্মদিন আজ

সাড়ে তিনশ মানুষ নিয়ে ফিলিপাইনে ফেরি ডুবি

বাস–অটোরিকশা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩

ইথিওপিয়ায় এক প্রকল্পেই ১১ লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি

আজ টানা ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

হাসনাতকে সমর্থন দিয়ে ভোটের মাঠ ছাড়লেন আরেক প্রার্থী 

খালেদা জিয়ার সম্মানে ধানের শীষকে জনগণ বিজয়ী করবে : রহমাতুল্লাহ

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

যেসব কারণে অফিসে ব্যক্তিগত কথা বলবেন না

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

১০

ধানের শীষকে বিজয়ী করে ষড়যন্ত্রকারীদের জবাব দেব : নজরুল ইসলাম

১১

সফল দিনের শুরু করতে যেসব কাজ করবেন না

১২

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

১৩

২৬ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৪

বগুড়া-৬ আসনে তারেক রহমানের জন্য ভোটের প্রচারণায় ডা. বিটু 

১৫

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৬

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

১৭

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

১৮

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

১৯

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

২০
X