ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ঝিকরগাছায় পারিবারিক কলহে শিশুকে হত্যা করে বাবার আত্মহত্যা

ঝিকরগাছা উপজেলার শরীফপুর গ্রামে নিহত ইমামুল হোসেনের বাড়ি। ছবি : কালবেলা
ঝিকরগাছা উপজেলার শরীফপুর গ্রামে নিহত ইমামুল হোসেনের বাড়ি। ছবি : কালবেলা

যশোরের ঝিকরগাছায় ১১ মাস বয়সী শিশুপুত্রকে হত্যা করে পিতার আত্মহত্যার ঘটনা ঘটেছে।

উপজেলার শরীফপুর গ্রামে রোববার (১১ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। সোমবার (১২ আগস্ট) ভোরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।

নিহত ইমামুল হোসেন (২৮) ওই গ্রামের সৌদী আরব প্রবাসী আমজাদ হোসেনের ছেলে। ১১ মাস বয়সী শিশু আয়মান হোসেন ইমামুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রী মমতাজ বেগম (২৩) বাপের বাড়িতে চলে যাওয়ায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে স্বামী ইমামুল হোসেন। এর আগে নিজের ১১ মাস বয়সী শিশু সন্তান আয়মান হোসেনকে গলাটিপে অথবা মুখে বিষ দিয়ে হত্যা করে সে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

শরীফপুর গ্রামের বাসিন্দা উজ্জ্বল হোসেন জানান, কয়েকবছর আগে প্রেমের সম্পর্কে বড় ভাইয়ের শ্যালিকাকে বিয়ে করে ইমামুল। রোববার স্বামীর সঙ্গে ঝগড়া করে শিশুসন্তানকে রেখেই বাপের বাড়ি চলে যায় স্ত্রী। এ ঘটনার জেরে রাতে ছেলেকে মেরে পরে ইমামুল আত্মহত্যা করে।

জানা যায়, দীর্ঘদিন স্বামী ইমামুল হোসেন তার স্ত্রী মমতাজ বেগমকে বাবার বাড়ি যেতে দিতেন না। এ জন্য রোববার সে শিশু বাচ্চা রেখে বাবার বাড়িতে চলে যায়। রোববার রাত ৮টার দিকে ইমামুল তার শিশু সন্তান আয়মান হোসেনকে নিয়ে শুয়ে পড়েন।

সোমবার সকাল ৭টার দিকে ইমামুলের মা রাহিমা বেগম তাকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পাশে ছোট বাচ্চার মরদেহ পড়েছিল। তার চিৎকারে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা মরদেহ নামায়। স্থানীয়দের ধারণা আয়মান হোসেনকে গলাটিপে বা বিষ দিয়ে তার পিতা হত্যা করতে পারেন ও নিজে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ইমামুলের মা রহিমা বেগম বলেন, রোববার বাপের বাড়ি যাওয়া নিয়ে আমার বউমা আর ছেলে গন্ডগোল করে। একপর্যায়ে ছোট শিশুকে ফেলে রেখে সে বাবার বাড়িতে চলে যায়। দিনে আমি বাচ্চাটাকে খাওয়াদাওয়া করিয়ে কোনো রকম রেখেছিলাম।

কিন্তু ছোট্ট শিশুটিকে নিয়ে আমার ছেলে ঘুমায়। সকালে উঠে দেখি আমার ছেলে রশিতে ঝুলছে। পাশে বিছানায় আমার ছোট্ট আয়মানের মরদেহ পড়ে রয়েছে।

ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে ইমামুল হোসেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এর আগে সে শিশুপুত্রকে হত্যা করে। ঘটনাস্থলে পুলিশ গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিটিশ সংসদে খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ

পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন : পরিবেশ উপদেষ্টা

চায়ের দোকানে কৃষককে গুলি করে হত্যা

তারেক রহমান এসএসএফের নিরাপত্তা পাবেন কিনা, জানালেন রিজওয়ানা 

খালেদা জিয়ার আপসহীন অবস্থান জাতির জন্য চিরকাল স্মরণীয় : মাসুদ সাঈদী

শাকসু নির্বাচনে ২৫১ জনের মনোনয়ন সংগ্রহ, নারী প্রার্থী ৩৪

গোয়াল ঘরে আগুনে পুড়ে ৫ গবাদি পশুর মৃত্যু

বিএনপি উন্নয়নের রাজনীতি করে, জামায়াত বিশ্বাসঘাতকতার : কাজী আলাউদ্দিন

চিলমারীতে হানাদার মুক্ত দিবস পালিত

খালেদা জিয়াকে কারাগারে স্লো পয়জনিংয়ে হত্যার চেষ্টা হয়েছে : খায়রুল কবির 

১০

চট্টগ্রামে আট দলের বিভাগীয় সমাবেশ শুক্রবার

১১

খালেদা জিয়ার আরোগ্য কামনায় শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা

১২

লন্ডনে জামায়াত সেক্রেটারি / সমস্যা সমাধানের একমাত্র পথ নেতৃত্বের গুণগত পরিবর্তন

১৩

সুখবর পেতে যাচ্ছেন তারেক রহমান

১৪

ভারতে এলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

১৫

খালেদা জিয়া ঐক্যের প্রতীক : আমিনুল হক

১৬

বিরল প্রজাতির শকুন উদ্ধার

১৭

নভেম্বরে আড়াই লাখ ব্যানার-পোস্টার অপসারণ করেছে ডিএনসিসি

১৮

গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণে সহপাঠীসহ ৩ জন রিমান্ডে

১৯

কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে মধ্যরাতে

২০
X