রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০৫:৩০ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বল ভেবে ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণ, অতঃপর...

কুড়িয়ে পাওয়া বোমা। ছবি : কালবেলা
কুড়িয়ে পাওয়া বোমা। ছবি : কালবেলা

রাজশাহী মহানগরীতে কুড়িয়ে পাওয়া বোমা বল ভেবে খেলার সময় বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। সোমবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া মোহাম্মদপুর জামে মসজিদের পাশে পরিত্যক্ত একটি জায়গায় এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শিশুরা হলো- ওই এলাকার মো. শাহীনের মেয়ে মোছা. সামিন নাজ সাবা (৮) ও আলমগীর হোসেনের ছেলে মো. আবু বকর সিদ্দিক আব্দুল্লাহ (৭)। আহত দুই শিশু চাচাতো ভাই-বোন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (১২ আগস্ট) দুপুরে আহত সাবা ও আব্দুল্লাহ বাড়ির পাশেই পরিত্যক্ত ফাঁকা জায়গায় খেলাধুলা করছিল। খেলতে খেলতে ফাঁকা জায়গার এক পাশে বালুভর্তি কার্টুনে থাকা কালো টেপে মোড়ানো ককটেল সদৃশ্য বস্তু দেখতে পেয়ে সেগুলো হাত দিয়ে ধরে নিয়ে আসছিল। এ সময় সাবার হাত থেকে ককটেলটি পড়ে গেলে ঘটনাস্থলেই বিকট শব্দে এটি বিস্ফোরিত হয়। এতে সাবা ও আব্দুল্লাহর হাতে ও পায়ে গুরুতর জখম হয়। বিকট শব্দ শুনতে পেয়ে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে রামেক হাসপাতালের ৯নং ওয়ার্ডে ভর্তি করে।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, বিস্ফোরণে আহত দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত রয়েছে। শিশুদের শরীরের ক্ষতটা বিস্ফোরণের। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওই এলাকার প্রত্যক্ষদর্শী একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর ওই স্থানেই আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিল। এছাড়া যে স্থানটিতে এই ককটেলগুলো পাওয়া গেছে তার পাশেই ওয়ার্ড যুবলীগের এক নেতার বাড়ি। স্থানীয়রা ধারণা করছেন, আওয়ামী লীগ-যুবলীগের কেউ এ ককটেলগুলো এখানে রেখে যেতে পারেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। দুই শিশু আহত হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি রয়েছে। বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে এগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মঘট প্রত্যাহারের পর সিলিন্ডারের দাম কত চান ব্যবসায়ীরা?

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক

গোপালগঞ্জের স্বতন্ত্র প্রার্থী শিমুল ঢাকায় আটক

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশের খসড়া তৈরি : আসিফ নজরুল

মুক্তির অপেক্ষায় দক্ষিণী ৩ সিনেমা

রাত ১০টা পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায়

সিরিয়ায় কারফিউ, শহর ছেড়ে পালাচ্ছে হাজার হাজার বাসিন্দা

ছয় ম্যাচে ছয় হার নোয়াখালীর

কুমিল্লা-৪ আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল

খেজুর গাছ প্রতীকে কতটা আত্মবিশ্বাসী জমিয়ত?

১০

বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা

১১

ভর্তি পরীক্ষায় ওএমআর বদল করতে গিয়ে ধরা, ২ শিক্ষার্থী বহিষ্কার

১২

এশিয়ান স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ডে সম্মানিত কালবেলার রানা হাসান

১৩

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা প্রত্যাহার

১৪

সারা দেশে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা

১৫

জনগণের টাকা মেরে জনসেবার প্রয়োজন নেই : হাসনাত আব্দুল্লাহ

১৬

ট্রাম্পের বিরুদ্ধে ইউরোপীয়দের একজোট হয়ে হুঁশিয়ারি

১৭

৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার

১৮

৫ ব্যবসায়ীর ভাগ্য আগুনে পুড়ে ছাই

১৯

দুর্নীতি দমনে শুধু প্রতিশ্রুতি নয়, কার্যকর বাস্তবায়ন চান নাগরিকরা

২০
X