স্বরাষ্ট্র উপদেষ্টা শাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (১২ আগস্ট) রাত নয়টার দিকে শহরের পিটিআই মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের সুপার মার্কেটসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেয় ছাত্রদল-যুবদলের দুই শতাধিক নেতাকর্মী।
এ সময় দ্রুত স্বরাষ্ট্র উপদেষ্টা শাখাওয়াত হোসেনকে পদত্যাগ করতে নানা স্লোগান দেন। পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। তারা বলেন, খুনের রক্ত স্রোতে দেশকে ভাসিয়ে পালিয়ে যাওয়া কাউকে দেশে ফেরত আসার আহ্বান জনগণ মানবে না। উপদেষ্টার এমন বক্তব্যে দেশের মানুষ মর্মাহত। অনতিবিলম্বে বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে তাকে।
বিক্ষোভে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম, শহর যুবদলের সভাপতি এনামুল হক, সদস্য সচিব রাইয়ান, ছাত্রদল নেতা ড. সায়ের প্রমুখ।
মন্তব্য করুন