সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০৯:০৪ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

পর্যটকশূন্য সোনারগাঁ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পানাম সিটি। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পানাম সিটি। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের পর চলমান রাজনৈতিক অস্থির পরিস্থিতিতে পর্যটকশূন্য হয়ে পড়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিনোদন কেন্দ্রগুলো। ফলে পর্যটনকেন্দ্রগুলো ঘিরে গড়ে ওঠা হোটেল ও রেস্তোরাঁগুলোতে এর প্রভাব পড়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা।

উপজেলার বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক হিসেবে খ্যাত পানাম নগরী, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর), বাংলার তাজমহল, পিরামিড, ফানল্যান্ড পার্কসহ উপজেলার বিনোদনকেন্দ্রগুলোতে নেই কোনো কোলাহল, নেই ব্যস্ততা। চারদিক বিরাজ করছে নিস্তব্ধতা ও নীরবতা। অলস সময় কাটাচ্ছেন পর্যটনকেন্দ্রসহ হোটেল ও রেস্তোরাঁর কর্মকর্তা-কর্মচারীরা।

পর্যটক না থাকায় ব্যবসায় নেমেছে ধস। দোকানপাটও রয়েছে বন্ধ। এতে পর্যটনকেন্দ্র নির্ভর কয়েকশ পরিবারের মধ্যে চরম দুর্দিন নেমে এসেছে।

অফিস সূত্রে জানা যায়, রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে (জাদুঘর) প্রতিদিন বিক্রি হতো ৮০ হাজার টাকার টিকিট। বর্তমান পরিস্থিতিতে টিকিট বিক্রি হয় ৩০ হাজার টাকা। ঐতিহ্যবাহী পানাম নগরী পরিদর্শনে যেখানে ৫০০ টিকিট বিক্রি হতো, সেখানে বর্তমান পরিস্থিতিতে ১০০ টিকিট বিক্রি হয়।

এদিকে বাংলার তাজমহল ও পিরামিডে বর্তমানে ২০ থেকে ৩০টি টিকিট বিক্রি হয়। যেখানে আগে ৫০০ থেকে ১ হাজার টিকিট বিক্রি হতো। এতে চরম দুরবস্থা বিরাজ করছে পর্যটনকেন্দ্রগুলোতে।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে অবস্থিত জামদানি শাড়ি বিক্রেতা সাইফুল ইসলাম জানান, দেশের চলমান পরিস্থিতিতে পর্যটক নেই বললেই চলে। দুদিনে মাত্র ৪টি শাড়ি বিক্রি করেছেন। পর্যটকের ওপর তাদের কেনাবেচা নির্ভর করে। পরিবারের খরচসহ কারিগরের খরচ ও দোকান ভাড়া দিতেও খুব কষ্ট হয় বলে জানান তিনি।

অটোরিকশাচালক সফিকুল ইসলাম জানান, প্রতিদিন গাড়ি চালিয়ে ইনকাম করে সংসার চালান। বর্তমানে জাদুঘর ও পানাম নগরীতে পর্যটক নেই বললেই চলে। এলাকার লোক ছাড়া তেমন কোনো পর্যটক নেই। বাইরের লোক ঘুরতে এলে তাদের তেমন আয় হয় না। এমন পরিস্থিতিতে তাদের পরিবার-পরিজন নিয়ে টিকে থাকাই মুশকিল হয়ে গেছে।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপপরিচালক আবুল কালাম আজাদ জানান, দেশের অস্থিতিশীল পরিবেশের কারণে এখানে পর্যটক তুলনামূলকভাবে কম। ভ্রমণপিপাসুরা জীবনের নিরাপত্তার কারণে হয়তো বাসা থেকে বের হচ্ছে না। আশা করি, অতি দ্রুতই পরিবেশ স্থিতিশীল হবে এবং দর্শনীয় স্থানগুলোতে পর্যটক আসতে শুরু করবেন।

ঐতিহ্যের বাহক হিসেবে সারা বিশ্বখ্যাত পানাম নগরীর দায়িত্বে থাকা সহকারী কাস্টডিয়ান কর্মকর্তা সিয়াম চৌধুরী কালবেলাকে জানান, দেশের অস্থিতিশীল পরিবেশের কারণে পর্যটক কমে গেছে। সারাদিনে যেখানে ৫০০ টকিট বিক্রি হতো, সেখানে এখন বিক্রি হয় ১০০ টিকিট। চলমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে পর্যটক বাড়তে থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, ঐতিহ্যের বাহক হিসেবে সোনারগাঁ বিশ্বে সুপরিচিত। তাই বিশ্বের নানা স্থান থেকে পর্যটক আসেন এখানে। কিন্তু দেশের অবস্থা অস্থিতিশীল হওয়ায় পর্যটকের সংখ্যা কম। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেই আশা করা যায় পর্যটকের পরিমাণ বৃদ্ধি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে আইপিএল নিলামে নিষিদ্ধ হ্যারি ব্রুক

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন, রাখা হলো যে নাম

তারেক রহমানের নেতৃত্বে তারুণ্যের বিপ্লব ঘটবে : ফখরুল ইসলাম

পেঁয়াজ রোপণে শ্রমিক সংকট, মাঠে নেমেছে শিক্ষার্থীরা

প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি

প্রকাশ্যে যুবকের হাতের কবজি কাটায় গ্রেপ্তার ৩

প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিলেন চিকিৎসক

নির্বাচনের তপশিল চলতি সপ্তাহে : সিইসি

ইংল্যান্ডের দুর্দশা বাড়িয়ে অ্যাশেজ থেকে ছিটকে গেলেন তারকা পেসার 

ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বিএনপি : রিজভী

১০

নির্বাচনে কতটা প্রভাব ফেলবে জুলাই গণঅভ্যুত্থান, জরিপ যা বলছে

১১

গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা 

১২

ভয়াবহ আগুনে পুড়ল ১০ দোকান

১৩

সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

১৪

ব্রাকসু নির্বাচন / ‘বেরোবি শিক্ষার্থী পরিষদ’ নামে শিবিরের প্যানেল ঘোষণা 

১৫

খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান মঞ্চে দুর্বৃত্তদের আগুন

১৬

৭ লক্ষণে বুঝবেন একজন আলফা পুরুষ আপনাকে পছন্দ করে

১৭

ইউক্রেন নিয়ে বিভক্ত ইউরোপ-আমেরিকা, কী করবেন ট্রাম্প?

১৮

মেঘনা-গোমতী সেতুর নিচে মিলল বোমা সদৃশ বস্তু

১৯

মার্চে চলবে পাবনা-ঢাকা ট্রেন : শেখ মঈনুদ্দিন 

২০
X