

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণের ঘটনায় আলোচিত সন্ত্রাসী মাইনুল ইসলাম জিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচআনি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, অভিযানের সময় জিয়ার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি গুলির খোসা, তিনটি চাপাতি ও সাতটি টেঁটা উদ্ধার করা হয়েছে। জিয়া ফতুল্লা থানার পশ্চিম ভোলাইল এলাকার মোজা মিয়ার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে পাঁচআনি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুটি সশস্ত্র গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে জিয়া ও মাহি নামে অপর এক যুবককে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণ করতে দেখা গেছে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।
ঘটনাটি নজরে আসার পর র্যাব-১১ একটি বিশেষ গোয়েন্দা টিম গঠন করে তদন্ত ও নজরদারি শুরু করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে জিয়ার অবস্থান নিশ্চিত হয়ে পাঁচআনি এলাকায় অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ ব্যাটেলিয়নের অপারেশনস অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান জানান, ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অস্ত্রধারী সন্ত্রাসীদের শনাক্ত করা হয়। এই ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত জিয়াকে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন