শেরপুরে প্রতিপক্ষের হামলায় সাজ্জাদ (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২১ আগস্ট) রাতে এ হতাহতের ঘটনা ঘটে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সাজ্জাদ হোসেন শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের নামা পাড়ার শামসুল হকের ছেলে। সাজ্জাদ ছোটবেলা থেকেই তার মায়ের সঙ্গে নানা কছিম উদ্দিনের বাড়িতে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুদিন আগে নামা পাড়ার আবু রায়হানের মেয়ে নিখোঁজ হন। পরে বুধবার তাকে পরিবারের লোকজন ঢাকা থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এ ঘটনায় মেয়েটির প্রতিবেশী দুই সন্তানের জনক সাজ্জাদ হোসেনকে দায়ী করা হয়। এর জেরে বুধবার রাত ১০টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবু রায়হান ও তার লোকজন সাজ্জাদের বাড়িতে হামলা ও লুটপাট করেন। অভিযোগ উঠেছে, এ সময় বাধা দিতে এলে সাজ্জাদকে কুপিয়ে খুন করা হয়। এতে সাজ্জাদের মামা মুক্তার আলীসহ তিনজন আহত হন। আহত মুক্তার আলী, তার ছেলে মামুন ও শামীমকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন