বগুড়া ব্যুরো
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০২:৩১ এএম
অনলাইন সংস্করণ

‘জাতীয় পার্টিকে ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার’

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জাতীয় পার্টিকে মানুষ গ্রহণ করে না তার একটি প্রধান কারণ জাতীয় পার্টির সবচেয়ে ক্ষতি করেছে বর্তমান সরকার আওয়ামী লীগ। জাতীয় পার্টিকে ধ্বংস ও দুর্বল করার পেছনেও রয়েছে আওয়ামী লীগ সরকার। এ সরকার বিভিন্নভাবে জাতীয় পার্টিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ফলে জাতীয় পার্টি কোনো দিন স্বাধীনভাবে রাজনীতি করতে পারেনি।

বগুড়া জেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের শহীদ টিটু মিলনায়তনে রোববার এ সম্মেলনের আয়োজন করা হয়।

জি এম কাদের বলেন, জাতীয় পার্টির যে স্বাধীন রাজনীতি আছে এটা জনগণের কাছে তুলে ধরতে পারেনি। জাতীয় পার্টি ছিল সব সময় আওয়ামী লীগের বি টিম। আমরা যতবারই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি, ততবারই আমাদের বাধাগ্রস্ত করা হয়েছে। আমরা স্বাধীন রাজনীতি করতে পারিনি। এখনো এ ষড়যন্ত্র চলছে। যারা জাতীয় পার্টি থেকে চলে গেছেন কিংবা বহিষ্কৃত হয়েছেন, তাদের সামনে এনে প্রচার করা হচ্ছে আমরা বিভাজিত হয়েছি—এটা প্রচার করছে সরকার।

তিনি আরও বলেন, দেশে এখন ডেমোক্রেসি নেই এখন চলছে আওয়ামী-ক্রেসি। কারণ এ সরকার জনগণের জন্য কাজ করছে না, তারা কাজ করছে আওয়ামী লীগের জন্য। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টরা আওয়ামী লীগের প্রভাবমুক্ত হতে পারছেন না। নির্বাচনের জন্য যারা কাজ করছেন, তারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত, নির্বাচনের পরে যারা সুবিধাভোগ করছেন, তারাও আওয়ামী লীগের সঙ্গে জড়িত। সেখানে আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগের দ্বারা নির্বাচিত এবং আওয়ামী লীগের জন্য কাজ করছে। এটাকে গণতন্ত্র বলা যায় না—এটা আওয়ামী লীগতন্ত্র। এখন আমাদের দেশকে আওয়ামী-ক্রেসি থেকে মুক্ত করতে হবে।

আরও পড়ুন: ‘বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে’

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শরিফুল ইসলাম জিন্নাহ এমপির সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি। বিশেষ অতিথি ছিলেন পার্টির কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইমলাম মাহমুদ এমপি, অতিরিক্ত মহাসচিব শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার এমপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব নূরুল ইসলাম ওমর।

সম্মেলনে প্রস্তাবিত নামের সমন্বয়ে আগামী ১৫ দিনের মধ্যে বগুড়া জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হবে বলে জানান মুজিবুল হক চুন্নু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের খেলা

আল-সুয়াইরাহ / এক জেলাতেই রেকর্ড ১ লাখ টন খেজুর উৎপাদন

ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে বসবেন ট্রাম্প-পুতিন

রাকসুর ভিপি-এজিএস পদে জয়ী শিবির, জিএসে স্বতন্ত্র

চাকরি দিচ্ছে ইবনে সিনা, আবেদন করুন দ্রুত

নরসিংদীতে কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর আজ

রাকসু নির্বাচনে আরও ৩ হলের ফল প্রকাশ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

১০

১৭ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১১

রাকসু নির্বাচন / মেয়েদের ৬ হলে ভিপি-এজিএস পদে শিবির, জিএসে আম্মার

১২

রাকসুতে ১৩ হলের ফল ঘোষণা

১৩

পরিবেশ, পরিস্থিতি ও শৃঙ্খলা ফেরাতে সরকার ব্যর্থ : মোস্তফা জামান

১৪

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

১৫

‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে ঢাবিতে মশাল মিছিল

১৬

এইচএসসিতে উত্তীর্ণ / গুমের শিকার হিরুর কন্যা নাবিলাকে তারেক রহমানের শুভেচ্ছা

১৭

জন্মদিনে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত রাশেদ প্রধান

১৮

দুই খুদে ফুটবলারের পাশে বিএনপি

১৯

রাকসুতে শহীদ হবিবুর রহমান হলে ভিপি–এজিএসে শিবির, জিএসে আম্মার

২০
X