সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় নারী সাংবাদিককে লাঞ্ছিত করল পাসপোর্টের উত্তম কুমার 

বক্তব্য নিতে গেলে উত্তর না দিয়ে ধাক্কা দিয়ে মাইক্রোফোনসহ ফেলে দিতে উদ্যত হন উত্তম কুমার। ছবি : কালবেলা
বক্তব্য নিতে গেলে উত্তর না দিয়ে ধাক্কা দিয়ে মাইক্রোফোনসহ ফেলে দিতে উদ্যত হন উত্তম কুমার। ছবি : কালবেলা

তথ্য চাওয়ায় সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করাসহ বেশ কয়েকটি অভিযোগে জামালপুর থেকে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে যোগ দিয়েছেন সহকারী পরিচালক উত্তম কুমার দেব।

রোববার (২৫ আগস্ট) যোগদানের প্রথম দিনেই তার অফিসে সংবাদ সংগ্রহকালে চ্যানেল টুয়েন্টিফোরের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়নাকে লাঞ্ছিত করেছেন পাসপোর্ট অফিসের এডি উত্তম কুমার দেব।

জানা গেছে, সাতক্ষীরা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক উত্তম কুমারের সাক্ষাৎকার নেওয়া জন্য শনিবার দুপুরে ফোন করে সময় নেন ওই নারী সাংবাদিক। সাক্ষাৎকার নিতে রোববার সকালে তাকে পাসপোর্ট অফিসে যাওয়ার কথা বলেন অভিযুক্ত কর্মকর্তা।

এদিকে সকালে পাসপোর্ট অফিসের সামনে ভিড় থাকায় ফোন করা হয় সহকারী পরিচালক উত্তম কুমারকে। তিনি ফোন রিসিভ না করায় ভিড় ঠেলে ওনার কথামতো কাছে পৌঁছানোর পর সাক্ষাৎকারের জন্য বারবার প্রশ্ন করা হলেও তিনি তাতে কর্ণপাত করেননি। একপর্যায়ে তিনি ধাক্কা দিয়ে ফেলেন। তার ধাক্কায় মাইক্রোফোনের তার ও ক্যামেরা তাৎক্ষণিক নষ্ট হয়ে যায়।

ভুক্তভোগী চ্যানেল টুয়েন্টিফোরের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না বলেন, সম্প্রতি পাসপোর্ট অফিসে স্বাভাবিকের তুলনায় বহুগুণ পাসপোর্ট আবেদনকারীর সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে সংবাদের জন্য ফুটেজ সংগ্রহ ও সাধারণ আবেদনকারীদের বক্তব্য গ্রহণ করা হয়। শেষ পর্যায়ে কর্তৃপক্ষের বক্তব্যের জন্য সহকারী পরিচালক উত্তম কুমারের বক্তব্য গ্রহণকালে তিনি উত্তর না দিয়ে ধাক্কা দিয়ে টিভির বুম মাইক্রোফোনসহ ফেলে দিতে উদ্যত হন। তার ধাক্কায় মাইক্রোফোনের তার ও ক্যামেরা তাৎক্ষণিক নষ্ট হয়ে যায়।

তিনি বলেন, সহকারী পরিচালক উত্তম রোববার সাতক্ষীরা অফিসে জয়েন করলেও তিনি শনিবার সাতক্ষীরা অফিসে আসেন। তার সঙ্গে সংবাদ প্রসঙ্গে আলোচনা করা হয়। তিনি রোববার সকালে আসতে বলেন। সে অনুযায়ী যাওয়ার পর তিনি এ ধরনের অসৌজন্যতামূলক আচরণ করেন।

এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, সম্প্রতি গত ১২ আগস্ট জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে দুই দালালকে আটক করে শিক্ষার্থীরা। অভিযোগ রয়েছে, সহকারী পরিচালক উত্তম কুমার দেবের সঙ্গে যোগসাজশে দালালরা তাদের কার্যক্রম পরিচালনা করে।

অপরদিকে, গত ১৪ আগস্ট তথ্য চাওয়ায় সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করার অভিযোগ উঠে তৎকালীন জামালপুরের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক উত্তম কুমার দেবের বিরুদ্ধে। তথ্য চাওয়ায় সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাগর ফরাজী, ময়না আকন্দ, সাইমুম সাব্বির শোভন ও শাওন মোল্লার সঙ্গে অসদাচরণ করেন তিনি।

জামালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, দুপুর ২টার দিকে আমরা কয়েকজন সাংবাদিক কিছু তথ্যের জন্য পাসপোর্ট কার্যালয়ে যাই। সেখানে সহকারী পরিচালকের কক্ষে প্রবেশ করার আগেই উত্তম কুমার দেবকে দেখা যায়। তিনি দরজায় দাঁড়িয়ে কয়েকজন সেবাগ্রহীতার সঙ্গে গোপন আলাপ করছিলেন। আমরা পরিচয় দিতেই তিনি উত্তেজিত হয়ে যান। তিনি আমাদের তার কক্ষে প্রবেশ করতে দিচ্ছিলেন না। পরে আমরা কিছু তথ্য চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে কক্ষে প্রবেশ করেন। আমরা সবাই তার রুমে গিয়ে বসি।

সাতক্ষীরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আবুল কাশেম বলেন, সাতক্ষীরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ও চ্যানেল টুয়েন্টিফোরের সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়নাকে লাঞ্ছনার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এটি সাংবাদিকতা ও নারী সাংবাদিকতার পথে শারীরিক আক্রমণ ও বাধাস্বরূপ।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ও চ্যানেল টুয়েন্টিফোরের সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়নাকে লাঞ্ছনার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি আমি শুনেছি। যথাযথ কর্তৃপক্ষকেও আমি অবগত করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবুধাবিতে বাংলাদেশের বোলিং তোপে চাপে আফগানিস্তান

বিএনপি সরকারে এলে জিডিপির ৫ শতাংশ শিক্ষায় ব্যয় করবে : শামা ওবায়েদ

সবচেয়ে শক্তিশালী পারমাণবিক মিসাইল উন্মোচন করল উত্তর কোরিয়া

বাগদান সারলেন তানজীব সারোয়ার

ইলিশ শিকারে গিয়ে জেলেদের সংঘর্ষ, জেলের মরদেহ উদ্ধার

নির্বাচনে কত সেনা মোতায়েন থাকবে, জানালেন মেজর হাকিমুজ্জামান

শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

বিতর্কে জড়ালেন অনীত পাড্ডা

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান পেছাল 

জাতপাত বিলোপ জোটের আত্মপ্রকাশ

১০

সমাবেশের অনুমতি ছিল না, জানালেন জাপা মহাসচিব

১১

চাকসুতে শিবির সমর্থিত প্যানেলের বিরুদ্ধে ফের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

১২

যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা

১৩

বিপিএলে দেখা যেতে পারে নোয়াখালী দল

১৪

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

১৫

তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশ : শরীফ উদ্দিন জুয়েল

১৬

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

১৭

বাসায় বানিয়ে ফেলুন চকোলেট-কফির মজাদার মোকা কেক

১৮

লালবাগ কেল্লায় গ্রুপ মেডিটেশন ও ইয়োগার আয়োজন

১৯

ট্রফি না দেওয়ায় নকভির চাকরি খেতে চায় বিসিসিআই

২০
X