ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে বিআরটিসি বাস চালু

ময়মনসিংহ-নেত্রকোনা আন্তঃজেলা সড়কে বিআরটিসি বাস সার্ভিস চালু। ছবি : কালবেলা
ময়মনসিংহ-নেত্রকোনা আন্তঃজেলা সড়কে বিআরটিসি বাস সার্ভিস চালু। ছবি : কালবেলা

ময়মনসিংহ-নেত্রকোনা আন্তঃজেলা সড়কে বিআরটিসি বাস সার্ভিস চালু হয়েছে। ছাত্র-জনতার দাবির প্রেক্ষিতে রোববার (২৫ আগস্ট) সকালে নগরীর পাট গুদাম ব্রিজ মোড় বিআরটিসি কাউন্টার এলাকায় ফিতা কেটে বাস সার্ভিসের উদ্বোধন করে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহফুজুল আলম মাসুম ও যাত্রী খালেদা আক্তার। এ সময় বাস সার্ভিস চালুর জন্য আন্দোলন করা কিছু শিক্ষার্থীও সেখানে উপস্থিত ছিলেন।

ফিতা কেটে বাস সার্ভিসের উদ্বোধন করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কলমাকান্দা উপজেলার বাসিন্দা বৃদ্ধা খালেদা আক্তার। তিনি বলেন, বাসে নেত্রকোনা যাব বলে এসেছিলাম। কিন্তু আমাকে দিয়ে ফিতা কেটে বাসেরই উদ্বোধন করানো হলো।

এশিয়া প্যাসিফিট বিশ্ববিদ্যায়লের আইন বিভাগের শিক্ষার্থী আবু ছাওয়াদ দানীর বাড়ি নেত্রকোনা সদর এলাকার। ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে বিআরটিসি বাস সার্ভিস চালুর জন্য আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। ময়মনসিংহ নগরের পাট গুদাম ব্রিজ মোড় বাস কাউন্টার এলাকায় দাঁড়িয়ে কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, ২০১৯ সাল থেকে আমাদের আন্দোলন শুরু হয়। কিন্তু সিন্ডেকেটের কারণে সে সময় আন্দোলন সফল হয়নি, বাস সার্ভিস চালু হয়নি। সরকার পরিবর্তনের পর জেলা প্রশাসন ও মালিক সমিতির সঙ্গে আলাপ শেষে বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত হওয়ায় ছাত্র-জনতা খুশি।

তিনি বলেন, ময়মনসিংহ-নেত্রকোনা বাস সার্ভিস ছিল খুবই নিম্নমানের। লক্কর-ঝক্কর বাসগুলোতে ছিল ঝুঁকিপূর্ণ। এ ছাড়া বেশি ভাড়াও গুণতে হতো। ছাত্র-জনতার দাবির প্রেক্ষিতে দো-তলা বিআরটিসি বাস সার্ভিস চালু হওয়ায় দুই জেলার মানুষ উপকৃত হবে। কোনো সিন্ডিকেটের কব্জায় পড়ে এটি যেন আবার বন্ধ না হয় সেদিকেও নজর রাখতে হবে।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বাসিন্দা তানভির আহমেদ আকাশ নেত্রকেনা সরকারি কলেজে মাস্টার্সে পড়ছেন। বাস কাউন্টারে দাঁড়িয়ে তিনি বলেন, নেত্রকোনা মানুষকে নানা প্রয়োজনে ময়মনসিংহে আসতে হয়। বাস সার্ভিস খারাপ হওয়ায় অনেকে সিএনজি চালিত অটোরিকশা দিয়ে আসেন। এতে সড়কটিতে প্রায়ই বাড়ে মৃত্যুর মিছিল। বিআরটিসি বাস সার্ভিস চালু হওয়ায় দুর্ঘটনা কমার পাশাপাশি মানুষের দুর্ভোগ কমবে।

তিনি বলেন, সড়কে বাসগুলো ৮৫ টাকা ভাড়া নিলেও বিআরটিসি ৬০ টাকা নিচ্ছে।

বিআরটিসি বাস ডিপোর হিসাব ইনচার্জ ফয়সাল আহমেদ বলেন, সড়কটিতে মোট ৬টি বাস চলাচল করবে সড়কে। ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে ৬০ টাকা বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে। বাস সংখ্যাও বৃদ্ধি করা হবে।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহফুজুল আলম মাসুম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্র-জনতার দাবির প্রেক্ষিতে বাস সার্ভিসটি চালু করা হয়। এর মাধ্যমে দুই জেলার মানুষই উপকার পাবে। কোনো সিন্ডিকেটের কবলে পড়ে এটি যেন বন্ধ না হয় সেদিকেও নজর রাখবে প্রশাসন।

বাস সার্ভিস উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিআরটিসি ময়মনসিংহ বাস ডিপোর হিসাব ইচার্জ ফয়সাল আহমেদ, ট্রাফিক প্রধান মনির হোসেন, সহকারী প্রশাসন ইনচার্জ পলাশ দেবনাথ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুমার দিন মসজিদে এসে যে ৩ কাজ ভুলেও করবেন না

২৯ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

যারা অত্যাচার-নির্যাতন করেছে তাদের বিচার হতেই হবে : হুম্মাম কাদের

স্বাস্থ্য পরামর্শ / চোখের লাল-জ্বালা: এডেনোভাইরাল কনজাঙ্কটিভাইটিসের প্রাদুর্ভাব

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

১০

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

১১

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবির ৫ দফা দাবি

১২

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

১৩

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

১৪

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

১৫

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

১৬

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১৮

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

১৯

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

২০
X