বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
রোববার (২৫ আগস্ট) জেলা যুবদলের উদ্যোগে দিনব্যাপী উপজেলার বিভিন্ন জায়গায় বন্যার্তদের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।
যুবদল সভাপতি বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের মূল আদর্শ হলো মানবকল্যাণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতির মূলমন্ত্র হচ্ছে দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো; যে কোনো দুর্যোগে ভুক্তভোগী সাধারণ মানুষের পাশে থাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় আমরা এখানে এসেছি, বন্যাদুর্গত মানুষের মাঝে সাধ্যমতো ত্রাণসামগ্রী বিতরণ করছি। বন্যাদুর্গত প্রতিটি জেলায় আমাদের এই কার্যক্রম চলছে। ত্রাণসামগ্রী বিতরণের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পলসহ সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতাকর্মীরা।
মন্তব্য করুন