বরিশাল ব্যুরো
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ১১:০৭ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

কোতয়ালী থানা চত্বরে গাড়ি ভাঙচুর

পুলিশের জব্দকৃত একটি পিকআপ ভাঙচুর করা হয়। ছবি : কালবেলা
পুলিশের জব্দকৃত একটি পিকআপ ভাঙচুর করা হয়। ছবি : কালবেলা

বন্ধুদের রক্ষায় পুলিশ এগিয়ে না আসায় থানা চত্বরে ঢুকে একটি সরকারি স্কুটি ও পুলিশের জব্দকৃত একটি পিকআপ ভাঙচুর করেছে একদল কিশোর। শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বরিশাল কোতয়ালী মডেল থানায় এ ঘটনা ঘটে। ভাঙচুরকারীরা বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

মডেল থানার এএসআই সানোয়ার হোসেন জানান, সন্ধ্যা ৬টার দিকে ২৫-৩০ জনের একদল কিশোর উত্তেজিত হয়ে থানায় প্রবেশ করে।

তাদের শান্ত হওয়ার অনুরোধ জানালেও তারা থানার মধ্যে একটি পিকআপের গ্লাস ও পুলিশের সরকারি স্ক্রুটির গ্লাস ভাঙচুর করে। পরে তারা থানার অভ্যর্থনা কক্ষের সোফা এবং টেবিল ভাঙচুরের চেষ্টা করে। খবর পেয়ে সেনাবাহিনী এবং ওসি গিয়ে তাদের শান্ত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে হঠাৎ করে কিছু বখাটে অশ্লীল ভাষায় গালাগাল করে কোতয়ালী মডেল থানার দিকে যায়। এসময় লাইন রোড দিয়ে চলাচলকারী যানবাহন বন্ধ করে দেয় তারা।

থানার অভ্যর্থনা কক্ষে বসে থাকা সিফাত জানান, তারা বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। কিছুদিন পূর্বে নগরীর ফকির বাড়ি রোডের রাখাল বাবু পুকুর পাড় এলাকার রুদ্র, সানমুন, আনজামদের সঙ্গে তাদের বিরোধ হয়। গতকাল বৃহস্পতিবার তাদের একজনকে পেয়ে চড় দিয়েছিল। বিষয়টি সমাধান করতে তারা রাখাল বাবু পুকুর পাড় এলাকায় যান। এ সময় তাদের দুই বন্ধুকে কুপিয়ে জখম করে। তারা পুলিশের কাছে সহায়তা চায়।

কিন্তু পুলিশ ঘটনাস্থলে না গিয়ে সেনাবাহিনীকে খবর দিতে বলে। তাই বিচার চাইতে থানায় গিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় কয়েকজন উত্তেজিত ছিল। সিফাতের দাবি তারা কোনো ভাঙচুর করেননি।

কোতয়ালী মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, কিছু ছাত্ররা এসেছিল। তাদের কথা আমরা বুঝতে পারিনি। তাই তারা উত্তেজিত হয়ে থানার কয়েকটি ফুলের টব ও থানার সামনে থাকা ব্যক্তিমালিকানাধীন গাড়ি ভাঙচুর করেছে।

তিনি বলেন, পরে জেনেছি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শহীদ আরজু মনি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলা হয়েছিল। সেনাবাহিনীর উপস্থিতিতে বিষয়টি সমাধান করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী প্রচারে গিয়ে বিএনপিকর্মীর মৃত্যু

শীতে মধ্যে বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া অফিসের নতুন বার্তা

ঝোড়ো আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতে রোমে বিপর্যয়

সমুদ্রের নিচে ক্ষেপণাস্ত্রের গোপন সুড়ঙ্গ উন্মোচন ইরানের

প্রভিডেন্ট ফান্ডসহ চাকরি দিচ্ছে সিঙ্গার

এনসিপির ১৩ নেতার পদত্যাগ

ডিএমএফের নবগঠিত কমিটির অভিষেক ও উপদেষ্টা পরিষদ ঘোষণা

বিএনপির জোট প্রার্থীসহ ৫ প্রার্থীকে জরিমানা

নৌপুলিশ বোটে আগুন

দক্ষিণ আমেরিকায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

১০

অস্থায়ী মেঘলা ঢাকার আকাশ, তাপমাত্রা কত?

১১

আপনাদের উন্নয়নে-নিরাপত্তায় জীবন উৎসর্গ করতে চাই : শামা ওবায়েদ

১২

রাজধানীতে আজ কোথায় কী

১৩

সকাল থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায় 

১৪

বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড দাম, নতুন ইতিহাস

১৫

রাজশাহীসহ উত্তরাঞ্চল সফরে তারেক রহমান, জিয়ারত করবেন শাহ মখদুমের মাজার

১৬

২৯ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৭

যুক্তরাষ্ট্রের হুমকি প্রত্যাখ্যান ইরানের, পাল্টা জবাবের হুঁশিয়ারি

১৮

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় জবিতে বিক্ষোভ

২০
X