বরিশাল ব্যুরো
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ১১:০৭ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

কোতয়ালী থানা চত্বরে গাড়ি ভাঙচুর

পুলিশের জব্দকৃত একটি পিকআপ ভাঙচুর করা হয়। ছবি : কালবেলা
পুলিশের জব্দকৃত একটি পিকআপ ভাঙচুর করা হয়। ছবি : কালবেলা

বন্ধুদের রক্ষায় পুলিশ এগিয়ে না আসায় থানা চত্বরে ঢুকে একটি সরকারি স্কুটি ও পুলিশের জব্দকৃত একটি পিকআপ ভাঙচুর করেছে একদল কিশোর। শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বরিশাল কোতয়ালী মডেল থানায় এ ঘটনা ঘটে। ভাঙচুরকারীরা বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

মডেল থানার এএসআই সানোয়ার হোসেন জানান, সন্ধ্যা ৬টার দিকে ২৫-৩০ জনের একদল কিশোর উত্তেজিত হয়ে থানায় প্রবেশ করে।

তাদের শান্ত হওয়ার অনুরোধ জানালেও তারা থানার মধ্যে একটি পিকআপের গ্লাস ও পুলিশের সরকারি স্ক্রুটির গ্লাস ভাঙচুর করে। পরে তারা থানার অভ্যর্থনা কক্ষের সোফা এবং টেবিল ভাঙচুরের চেষ্টা করে। খবর পেয়ে সেনাবাহিনী এবং ওসি গিয়ে তাদের শান্ত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে হঠাৎ করে কিছু বখাটে অশ্লীল ভাষায় গালাগাল করে কোতয়ালী মডেল থানার দিকে যায়। এসময় লাইন রোড দিয়ে চলাচলকারী যানবাহন বন্ধ করে দেয় তারা।

থানার অভ্যর্থনা কক্ষে বসে থাকা সিফাত জানান, তারা বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। কিছুদিন পূর্বে নগরীর ফকির বাড়ি রোডের রাখাল বাবু পুকুর পাড় এলাকার রুদ্র, সানমুন, আনজামদের সঙ্গে তাদের বিরোধ হয়। গতকাল বৃহস্পতিবার তাদের একজনকে পেয়ে চড় দিয়েছিল। বিষয়টি সমাধান করতে তারা রাখাল বাবু পুকুর পাড় এলাকায় যান। এ সময় তাদের দুই বন্ধুকে কুপিয়ে জখম করে। তারা পুলিশের কাছে সহায়তা চায়।

কিন্তু পুলিশ ঘটনাস্থলে না গিয়ে সেনাবাহিনীকে খবর দিতে বলে। তাই বিচার চাইতে থানায় গিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় কয়েকজন উত্তেজিত ছিল। সিফাতের দাবি তারা কোনো ভাঙচুর করেননি।

কোতয়ালী মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, কিছু ছাত্ররা এসেছিল। তাদের কথা আমরা বুঝতে পারিনি। তাই তারা উত্তেজিত হয়ে থানার কয়েকটি ফুলের টব ও থানার সামনে থাকা ব্যক্তিমালিকানাধীন গাড়ি ভাঙচুর করেছে।

তিনি বলেন, পরে জেনেছি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শহীদ আরজু মনি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলা হয়েছিল। সেনাবাহিনীর উপস্থিতিতে বিষয়টি সমাধান করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

রাশিয়া-ইউক্রেইন শান্তি আলোচনায় এক সপ্তাহের বিরতি

নির্বাচনের ব্যানার টাঙাতে গিয়ে আহত বিএনপি কর্মী

আধুনিক চিকিৎসা পদ্ধতি স্টেম সেল থেরাপি

ক্ষমতায় এলে বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা পৌঁছাতে যে পরিকল্পনার কথা জানালেন তারেক

আমার কোনো হাঁসের ডিম যেন চুরি না হয় : রুমিন ফারহানা

নায়িকা হওয়ার প্রস্তাব পেলেন শহিদ কাপুরের স্ত্রী

বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় যা বলছে বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

‘বয়কট’ গুঞ্জনের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের

১০

পলোগ্রাউন্ডের মঞ্চে তারেক রহমান

১১

সাদ্দামের প্যারোলে মুক্তি: যা বলছে যশোরের জেলা প্রশাসন

১২

ভারতে কেন দল পাঠানো হয়নি, ব্যাখ্যা দিলেন আসিফ আকবর

১৩

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অভিযোগ তুললেন নাহিদ ইসলাম

১৪

গণতান্ত্রিক উত্তরণে নির্বাচনই যথেষ্ট নয় : বদিউল আলম

১৫

জ্বালানি তেল উৎপাদন বাড়াচ্ছে ভেনেজুয়েলা

১৬

নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবে ইসি

১৭

বিসিবির সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া জানালেন সাকিব

১৮

রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক নয় : মির্জা ফখরুল

১৯

পলোগ্রাউন্ডে তারেক রহমান, নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

২০
X