রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার মামলায় দলীয় নেতাকর্মীরাও আসামি

মামলার অন্যতম আসামি সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী। ছবি : সংগৃহীত
মামলার অন্যতম আসামি সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী। ছবি : সংগৃহীত

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে পলাতক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে কাঁড়ি কাঁড়ি মামলা হচ্ছে বিভিন্ন থানায়। রাজশাহীর গোদাগাড়ীতে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে গত ২৫ আগস্ট বাদী হয়ে থানায় ৪৫ জনের নামসহ ৫০০-৬০০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ বাবলু। বাবলুর বাড়ি গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের ফরাদপুর গ্রামে। এ মামলাটির প্রধান আসামি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।

খোঁজ নিয়ে জানা গেছে, কৃষক দল নেতার এই মামলার অধিকাংশ আসামি আওয়ামী লীগের হলেও নামীয় ৪৫ জনের মধ্যে পাঁচজন বিএনপি নেতাকর্মীকেও আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মামলাটি নিয়ে বিপত্তির শুরু এখানেই। বিএনপি নেতাকর্মীরা এখন এজাহার থেকে দলীয় পাঁচ নেতাকর্মীর নাম বাদ দিতে পুলিশের ওপর চাপ দিচ্ছেন। কিন্তু পুলিশ বলছে, মামলা রেকর্ড হয়ে যাওয়ার পর এজাহার সংশোধনের আর কোনো সুযোগ নেই। মামলাটির অধিকাংশ ধারা জামিন অযোগ্য। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। বাদী ভুল করে থাকলে বা উদ্দেশ্যমূলকভাবে এজাহারে কারও নাম দিলে তার দায় পুলিশের নয়।

অভিযোগে জানা গেছে, গত ৩০ জুলাই এলাকার বিএনপি নেতাকর্মীরা জানতে পারেন কৃষকদল নেতা তার মামলায় তাদের পাঁচজন নেতাকর্মীকেও জড়িয়েছেন বাদী। শুরু হয় তোলপাড়। ফলে শনিবার এলাকার বিএনপি নেতাকর্মীরা মামলার বাদী কৃষক দল নেতাকে দল থেকে বহিষ্কার ও আসামি হওয়া পাঁচ বিএনপি নেতাকর্মীর নাম বাদ দেওয়ার দাবিতে এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। গোগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে শনিবার দুপুরের এই মানববন্ধনে শতাধিক বিএনপি নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অভিযোগে জানা গেছে, কৃষক দল নেতার মামলায় ২৪নং আসামি করা হয়েছে গোগ্রাম ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল ইসলামকে। ২৫নং আসামি হয়েছেন ইউনিয়ন যুবদল নেতা বকুল হোসেন। ১৯নং আসামি করা হয়েছে ইউনিয়ন যুবদল নেতা আব্দুল বারীকে। মামলায় ২০নং আসামি হয়েছেন যুবদল নেতা শাহীন ও ৩৯নং আসামি করা হয়েছে ইউনিয়ন যুবদল নেতা সুমনকে। ঘটনাস্থল দেখানো হয়েছে গোদাগাড়ী উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে।

এদিকে মামলার আসামি গোগ্রাম ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল ইসলাম অভিযোগে বলেন, গত ৩ আগস্ট সাংগঠনিক বিষয় নিয়ে বাদী কৃষক দল নেতা আব্দুল হামিদ বাবলুর সঙ্গে আমাদের কথা-কাটাকাটি হয়েছিল। ফলে বাদী এলাকায় একক আধিপত্য বিস্তারের লক্ষ্যে আমাদের নাম ঢুকিয়ে দিয়েছে মামলায়। বাদী মামলা বাণিজ্য করতেই এই কাজটি করেছেন। আমরা দল থেকে তার বহিষ্কার দাবি করছি।

নিজের দলের নেতাকর্মীদের মামলায় জড়ানোর অভিযোগের বিষয়ে জানতে চাইলে মামলার বাদী উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ বাবলু বলেন, যারা নিজেদের এখন বিএনপি নেতাকর্মী দাবি করছেন, তারা দিনে বিএনপি আর রাতে আওয়ামী লীগ করে। তাড়াহুড়া করে এজাহার দিতে গিয়ে হয়তো তাদের নামও মামলার আসামি হিসেবে চলে এসেছে। পুলিশের সঙ্গে কথা বলে তদন্তে তাদের নাম বাদ দেওয়া যেতে পারে।

অন্যদিকে গোগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আনসার আলী ও সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ অভিযোগে বলেন, কৃষক দল নেতা আব্দুল হামিদ বাবলু মামলা বাণিজ্য শুরু করেছেন। গত ২৫ আগস্ট তিনি বাদী হয়ে যে মামলা করেছেন, তাতে বিএনপিরই পাঁচজন নেতাকর্মীর নাম দিয়েছেন। এটা ব্যক্তি আক্রোশ থেকে তিনি করেছেন। এর ফলে ছাত্র-জনতার ওপর হামলার এসব মামলার বাস্তবতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ করে দেওয়া হয়েছে। এই দুই বিএনপি নেতা আরও বলেন, আমরা বাদী আব্দুল হামিদ বাবলুকে দল থেকে বহিষ্কারসহ তার মামলার আসামি হওয়া পাঁচ বিএনপি নেতাকর্মীর নাম বাদ দেওয়ার জন্য মানববন্ধন করেছি। প্রয়োজনে আরও বড় আন্দোলন করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী থানার ওসি আতাউর রহমান বলেন, মামলা যেহেতু রেকর্ড হয়ে গেছে, সুতরাং এজাহার থেকে কারও নাম এই মুহূর্তে বাদ দেওয়ার সুযোগ নেই। তবে তদন্তে দোষী প্রমাণিত না হলে তাদের নাম বাদ দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার্নাব্যুতে নেমেই আরেকটি রেকর্ড নিজের করে নিলেন আর্জেন্টিনার ‘মাস্তান’

একাদশে ভর্তিতে যাদের আবেদন বাতিলের নির্দেশ

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা 

আসছে আইফোন ১৭ প্রো ম্যাক্স, দাম কত জানেন?

নারী শিক্ষার্থীদের কাছে ভোট ও দোয়া চাচ্ছেন ডাকসুর এজিএস পদপ্রার্থী মায়েদ

এয়ারলাইনসের ‘ভুল সিদ্ধান্ত’ / বিদেশ যেতে বিমানবন্দর সংশ্লিষ্টদের দ্বারে দ্বারে ঘুরছেন হোসাইন

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, যে যোগ্যতা দরকার

মাঝআকাশে বোতল-ব্যাগে মলমূত্র ত্যাগ করলেন যাত্রীরা

ইরানের পাল্টা হামলা, ক্ষতিপূরণ দাবি করছেন ৫৩ হাজার ইসরায়েলি

যোদ্ধাদের সামরিক প্রধানের পর মুখপাত্রের মৃত্যুর খবর নিশ্চিত করল ইসরায়েল

১০

সবুজায়ন হচ্ছে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি

১১

বিইউবিটির আইন ও বিচার বিভাগের সঙ্গে ৮ প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর

১২

রাস্তা নিয়ে দুর্ভোগ, ভেঙে যাচ্ছে বিয়ে!

১৩

এটা সারপ্রাইজ হিসেবে থাকুক : তিশা

১৪

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা উপলক্ষে মতবিনিময় সভা

১৫

‘আমার বিয়ের দাওয়াত খাইতে চাইলে ডাকসুতে জিতান’

১৬

বিএনপির দুই নেতাকে শোকজ

১৭

বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান : মির্জা ফখরুল

১৮

ইশরাকের পোস্ট শেয়ার করে রাশেদ বললেন, ‘নিজেরাই বৈষম্য সৃষ্টি করছে’

১৯

প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকে বিএনপি

২০
X