সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ার কাজী ফুডে হামলা ও ভাঙচুর

কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা। ছবি : কালবেলা
কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা। ছবি : কালবেলা

সাভারের আশুলিয়া থানাধীন বেরুন এলাকার কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভাঙচুর শেষে কারখানা বন্ধের হুমকি দেন বিক্ষুব্ধ দুষ্কৃতকারীরা।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সরেজমিনে কারখানার ভেতরে গিয়ে দেখা যায়, ক্যান্টিনের বেশ কয়েকটি কাঁচ ইটপাটকেল ছুঁড়ে ভেঙে ফেলা হয়েছে। এ ছাড়া নিরাপত্তা কর্মীদের কক্ষের সামনে পড়ে রয়েছে একটি ভাঙা সিসিটিভি ক্যামেরা। আইসক্রিম প্ল্যান্টের ফ্লোরের অংশেও অসংখ্য কাঁচের ভাঙা টুকরা পড়ে থাকতে দেখা যায়।

কারখানা কর্তৃপক্ষের কয়েকজন কর্মকর্তা জানায়, সকাল ৯টার দিকে আশুলিয়ার কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মূল ফটক টপকে ১৫-২০ জন লোক কারখানা চত্বরে ঢুকে মূল ফটক খুলে কারখানার ভিতরে প্রবেশ করে। পরে আর ১৫-২০ জনের একটি দল লোহার রড, লাঠিসোটা নিয়ে কারখানা চত্বরে ঢুকে ইটপাটকেল নিক্ষেপ করে কারখানা জানালার কাঁচ ভাঙচুর এবং মূল ফটকের সিসি ক্যামেরা ও একটি মালামাল পরিবহনের ট্রাকের সামনের অংশের কাঁচ ভাঙচুর করে।

কারখানার নিরাপত্তা কর্মী জানান, আমি মূল গেইটের পাশে ডিউটি করছিলাম। তখন দেখি বেশ কিছু পোলাপান হাতে লোহার রড ও বিভিন্ন লাঠিসোটা নিয়ে কারখানায় প্রবেশ করে ভাঙচুর শুরু করেছে। আমরা তখন আতংকিত হয়ে যাই।

মুকসেদুল নামে কারখানার আরেক নিরাপত্তা কর্মী বলেন, সকাল ৯টা ২৪ এর দিকে কিছু বহিরাগত ছেলে দেশীয় অস্ত্র নিয়ে গেটে এসে নিরাপত্তারক্ষীদের গেট খুলে দিতে বলে। কিন্তু আমরা গেট খুলিনি। পরে তারা গেট টপকে ভিতরে এসে ভাঙচুর চালায়। যাওয়ার সময় বলে গেছে কারখানা খোলা রাখলে আবার ভাঙচুর করবে।’

কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার নিরেন্দু চক্রবর্তী বলেন, ‘সাধারণত সকাল ৬টা থেকে আমরা আমাদের উৎপাদন কার্যক্রম শুরু করি। ৯টা থেকে ৯টা ১০ এর ভিতরে হঠাৎ কিছু বহিরাগত ছেলে আমাদের গেট টপকে ১৫-২০ জনের একটি দল ভিতরে ঢুকে পড়ে। তাদের হাতে রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। তারা আমাদের ক্যান্টিনসহ কারখানা ভেঙে তছনছ করে দেয়। আমাদের ম্যানেজমেন্টকে খুঁজতে থাকে ও হুমকিধামকি দেয়। কারখানা বন্ধ করতে বলে। তারপর বলে, আপনাদের ২০ মিনিট সময় দিলাম, এরমধ্যে কারখানা বন্ধ করেন, না হয় আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। তারা যাওয়ার সময় বলে যায়, যতদিন পর্যন্ত দেশ ঠিক না হবে, যদি কারখানা চালান এরকম দুর্ঘটনা ঘটতেই থাকবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় চলছে ৮ দলের সমাবেশ

সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট ডুবি, মা-মেয়ের মৃত্যু

মেট্রোরেলের যাত্রী কমলো ১০ শতাংশ : ডিএমটিসিএল এমডি

‘মানসিক চাপ’ উল্লেখ করে এনসিপি ছাড়লেন রাঙামাটির প্রধান সমন্বয়ক

পূর্বাচলে শেখ রেহানার প্লট বরাদ্দ বাতিলের নির্দেশ আদালতের

বোট উল্টে নদীতে ৫২ যাত্রী

ওজন কমাতে ভাত-রুটি ছাড়তে হবে কি না, বলছেন বিশেষজ্ঞ

সড়ক নিরাপত্তা আইন জরুরি, বছরে ৫ হাজারের বেশি প্রাণহানি

হাসিনা-টিউলিপ পৃথিবীর যেখানেই থাকুক বিচারে বাধা নেই : বিচারক

ইসরায়েলি প্রেসিডেন্টের বাসভবন ঘেরাও

১০

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১১

‘ক্ষমতা দীর্ঘায়িত করতে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে শেখ হাসিনা’

১২

শীত কখন জেঁকে বসতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৩

কেন প্রকাশ্যে কেঁদেছিলেন অক্ষয়?

১৪

আর্জেন্টিনায় গুনে গুনে ৭ গোল দিল ব্রাজিল

১৫

১৯ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মিল্টন গ্রেপ্তার

১৬

টিউলিপের ২ বছরের কারাদণ্ড, যা বলা হচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে

১৭

স্বর্ণপদকজয়ী জাতীয় পর্যায়ের বডিবিল্ডারকে পিটিয়ে হত্যা

১৮

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন

১৯

ক্ষমতায় গেলে সমৃদ্ধ অর্থনীতির দেশ গড়বে বিএনপি : ফখরুল

২০
X