সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

বন্যার পানি কমতে থাকায় জমে উঠেছে চাঁইয়ের বাজার

মাছ ধরার ফাঁদ চাঁইয়ের বাজার। ছবি : কালবেলা
মাছ ধরার ফাঁদ চাঁইয়ের বাজার। ছবি : কালবেলা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় কুমিল্লার বিস্তীর্ণ এলাকা। পানিতে ভেসে যায় বিভিন্ন উপজেলার বাসস্থান, কৃষি জমি, খাল বিল ও মাছের ঘের।

প্লাবিত বিস্তীর্ণ এলাকায় পানির সঙ্গে বৃদ্ধি পেয়েছে দেশীয় প্রজাতির ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ। এতে এসব এলাকায় কদর বেড়েছে দেশীয় প্রজাতির মাছ ধরার ফাঁদ চাঁইয়ের।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয় উপজেলার এলাকা। গত কয়েক দিন ধরে এসব এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। তাই স্থানীয় বাসিন্দারা বাঁশের তৈরি ফাঁদ দিয়ে মাছ ধরতে শুরু করেছেন। এতে কদর বেড়েছে বাঁশের তৈরি চাঁই, বুরুন, টইয়া ও পলোসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জামের।

সরেজমিনে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়াড়া বাজারে গিয়ে দেখা যায়, মাছ ধরার উপকরণের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।

বিক্রেতা জামশেদ মিয়া বলেন, বর্ষাকাল আসলে ব্যবসা ভালো হয়। পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে বিভিন্ন এলাকায় পানি ওঠায় নতুন পানিতে মাছ ধরতে এখন শৌখিন মাছ শিকারিরা কিনে নিচ্ছে মাছ ধরার এসব সরঞ্জাম। আকার অনুযায়ী এসব চাঁই ২০০ থেকে ৩০০ টাকা দামে বিক্রি হয়। তবে টইয়া আর পলো ৫০০ থেকে ১০০০ টাকা দামে বিক্রি হয়।

তিনি বলেন, বর্ষা মৌসুমের ছয় মাস তারা এ মাছ ধরার সরঞ্জাম তৈরির কাজে ব্যস্ত থাকেন। চাঁই তৈরিতে ব্যবহৃত হয় তল্লাও কালী জিরা নামে বাঁশ। একটি বাঁশ দিয়ে ৬-৭টি চাঁই তৈরি করা যায় এবং একজন কারিগর দৈনিক ৫-৬ টির বেশি চাঁই তৈরি করতে পারেন না। কারিগররা চাঁই তৈরির জন্য একটি বাঁশ তিনশ’ থেকে চারশ’ টাকায় কিনে থাকেন।

চৌয়াড়া বাজারে চাঁই কিনতে আসা আতাউল গনি জানান, পাহাড়ি ঢলে বাড়ির পাশের জমি ও পুকুর পানিতে ডুবে যায়। এখন পানি নামতে শুরু করায় দেশীয় প্রজাতির মাছ ধরা পড়ছে। রাতের বেলা চিংড়ি এবং দিনে পুঁটিমাছ ধরা পড়ছে বেশি। দেশীয় প্রজাতির মাছ ধরতে তিনি বাজারে চাঁই কিনতে এসেছেন।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল করিম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁই দিয়ে মাছ ধরা নিষেধ নেই। তবে নিষিদ্ধ জাল দিয়ে ফাঁদ পেতে মাছ ধরা আইনত অপরাধ। কেউ এভাবে মাছ ধরলে তাকে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসির বদলির খবরে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ স্থানীয়দের

বিএনপি নেতা আব্দুস সালামের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন 

সিপিএলে ইতিহাস গড়ে ফ্যালকনসকে জেতালেন সাকিব

নতুন ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন / মাত্র ১০০ টাকায় করা যাবে দক্ষতা, চাকরি কিংবা ভর্তি প্রস্তুতির কোর্স

সড়কের মাঝখানে গাছ রেখেই ঢালাই সম্পন্ন 

বুটেক্স সাংবাদিক সমিতির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

১০

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

১১

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

১২

ভরা জোয়ারে ডুবে যায় বিদ্যালয়, শঙ্কায় অভিভাবক-শিক্ষার্থী

১৩

যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি

১৪

তারের পর এবার চুরি হলো সেতুর রিফ্লেক্টর লাইট

১৫

‘এবার আমাদের পালা’ স্বরূপ আচরণ উদ্বেগজনকভাবে বাড়ছে : টিআইবি

১৬

ভূমি অধিগ্রহণে আটকে আছে ইউলুপ, ইউটার্নে মরছে মানুষ!

১৭

কনে দেখতে যাওয়ার পথে নৌকাডুবি : নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

১৮

থাইল্যান্ডের ক্লাবে আবার ভাইরাল ‘কাঁচা বাদাম গার্ল’ অঞ্জলি

১৯

চাকসুতে সমকামিতা সমর্থক ও মাদকাসক্তদের প্রার্থিতা বাতিলের দাবি

২০
X