শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে মুক্তিপণ না পেয়ে ১১ বছরের শিশুকে নির্মমভাবে হত্যা

হত্যাকাণ্ডের শিকার শিশু হৃদয় খান নিবিড়। ছবি : সংগৃহীত
হত্যাকাণ্ডের শিকার শিশু হৃদয় খান নিবিড়। ছবি : সংগৃহীত

শরীয়তপুর সদর উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিশুকে অপহরণ করে তার পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। শিশুর পরিবার মুক্তিপণ না দিয়ে বিষয়টি পুলিশকে জানালে অপহৃত শিশুটিকে হত্যা করে মাটিতে চাপা দিয়ে রাখে অপহরণকারীরা।

নিহত শিশু হৃদয় খান নিবিড় (১১) সদর উপজেলার ডোমসার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খিলগাঁও গ্রামের মালয়েশিয়া প্রবাসী মনির খান ও নিপা আক্তার দম্পতির একমাত্র ছেলে। নিবিড় স্থানীয় শিশু কানন কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্র।

আরও পড়ুন : চাঞ্চল্যকর শিশু মনিরা হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

এ ঘটনার মাস্টারমাইন্ড সিয়ামসহ চারজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করে তারা। অপহরণকারীরা নিবিড়দের বাসায় ভাড়া থাকত বলে জানা গেছে।

মঙ্গলবার (১ আগস্ট) সকাল ৬টার দিকে নিবিড়ের মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে সোমবার (৩১ জুলাই) বিকেলে অপহরণের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সোমবার বিকেলে স্কুল থেকে এসে খাবার খেয়ে খেলার জন্য বাড়ি থেকে বের হয় নিবিড়। এরপর তাকে আর খুঁজে পায়নি পরিবার। সন্ধ্যাবেলা নিবিড়ের মা নিপা আক্তারের মোবাইলে কল করে অপহরণকারীরা। এ সময় ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করলে নিবিড়ের পরিবার থানা-পুলিশকে জানায়।

তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের চিহ্নিত করে ৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে পুলিশ। পরে মঙ্গলবার সকাল ৬টার দিকে ঘটনার ১২ ঘণ্টা পরে নিবিড়ের বাড়ির ৫০০ মিটার দূরে পরিত্যক্ত জমিতে (এমকেবি ইটভাটা সংলগ্ন) মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করা হয়।

নিবিড়ের মামা ইকবাল কালবেলাকে বলেন, ওরা আমাদের নিবিড়কে গুম করে নির্মমভাবে হত্যা করেছে। সন্তান হারানোর বেদনায় আমার বোন পাগল প্রায়। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ফাঁসি চাই। আর যদি এর সঙ্গে কোনো রাঘববোয়ালদের হাত থাকে তাদেরও তদন্ত করে আইনের আওতায় আনার দাবি করছি।

আরও পড়ুন : শিশু ভাগ্নিকে হত্যা করে পানির ট্যাঙ্কে ফেলে রাখে সৎমামা

এ ঘটনায় পালং মডেল থানার ওসি আক্তার হোসেন কালবেলাকে বলেন, আসামিদের দেওয়া তথ্যমতে, নিবিড়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় পালং মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। লাশ উদ্ধারের পরে পেনাল কোডের ৩০২, ২০১ ও ৩৪ ধারা সংযোজনের আবেদন করা হয়েছে।

এ বিষয়ে শরীয়তপুর পুলিশ সুপার মাহবুবুল আলম কালবেলাকে বলেন, অপহরণের এ সংবাদ পুলিশ পাওয়া মাত্র বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), ( প্রশাসন ও অর্থ), পালং মডেল থানার ওসি ও ডিবি পুলিশের সমন্বয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় কার্যক্রম শুরু করে ৬ ঘণ্টার মধ্যে অপহরণকারীকে গ্রেপ্তার করে ১২ ঘণ্টার মধ্যে শিশু নিবিড়ের মরদেহ উদ্ধার করি।

ঘটনার মাস্টার মাইন্ড সিয়ামসহ, শাকিল গাজী ও তুহিন গাজীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে অধিকতর তদন্ত করে মূল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

১০

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

১১

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১২

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১৩

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১৪

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৫

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৬

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৭

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৮

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১৯

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

২০
X