শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে মুক্তিপণ না পেয়ে ১১ বছরের শিশুকে নির্মমভাবে হত্যা

হত্যাকাণ্ডের শিকার শিশু হৃদয় খান নিবিড়। ছবি : সংগৃহীত
হত্যাকাণ্ডের শিকার শিশু হৃদয় খান নিবিড়। ছবি : সংগৃহীত

শরীয়তপুর সদর উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিশুকে অপহরণ করে তার পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। শিশুর পরিবার মুক্তিপণ না দিয়ে বিষয়টি পুলিশকে জানালে অপহৃত শিশুটিকে হত্যা করে মাটিতে চাপা দিয়ে রাখে অপহরণকারীরা।

নিহত শিশু হৃদয় খান নিবিড় (১১) সদর উপজেলার ডোমসার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খিলগাঁও গ্রামের মালয়েশিয়া প্রবাসী মনির খান ও নিপা আক্তার দম্পতির একমাত্র ছেলে। নিবিড় স্থানীয় শিশু কানন কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্র।

আরও পড়ুন : চাঞ্চল্যকর শিশু মনিরা হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

এ ঘটনার মাস্টারমাইন্ড সিয়ামসহ চারজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করে তারা। অপহরণকারীরা নিবিড়দের বাসায় ভাড়া থাকত বলে জানা গেছে।

মঙ্গলবার (১ আগস্ট) সকাল ৬টার দিকে নিবিড়ের মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে সোমবার (৩১ জুলাই) বিকেলে অপহরণের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সোমবার বিকেলে স্কুল থেকে এসে খাবার খেয়ে খেলার জন্য বাড়ি থেকে বের হয় নিবিড়। এরপর তাকে আর খুঁজে পায়নি পরিবার। সন্ধ্যাবেলা নিবিড়ের মা নিপা আক্তারের মোবাইলে কল করে অপহরণকারীরা। এ সময় ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করলে নিবিড়ের পরিবার থানা-পুলিশকে জানায়।

তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের চিহ্নিত করে ৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে পুলিশ। পরে মঙ্গলবার সকাল ৬টার দিকে ঘটনার ১২ ঘণ্টা পরে নিবিড়ের বাড়ির ৫০০ মিটার দূরে পরিত্যক্ত জমিতে (এমকেবি ইটভাটা সংলগ্ন) মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করা হয়।

নিবিড়ের মামা ইকবাল কালবেলাকে বলেন, ওরা আমাদের নিবিড়কে গুম করে নির্মমভাবে হত্যা করেছে। সন্তান হারানোর বেদনায় আমার বোন পাগল প্রায়। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ফাঁসি চাই। আর যদি এর সঙ্গে কোনো রাঘববোয়ালদের হাত থাকে তাদেরও তদন্ত করে আইনের আওতায় আনার দাবি করছি।

আরও পড়ুন : শিশু ভাগ্নিকে হত্যা করে পানির ট্যাঙ্কে ফেলে রাখে সৎমামা

এ ঘটনায় পালং মডেল থানার ওসি আক্তার হোসেন কালবেলাকে বলেন, আসামিদের দেওয়া তথ্যমতে, নিবিড়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় পালং মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। লাশ উদ্ধারের পরে পেনাল কোডের ৩০২, ২০১ ও ৩৪ ধারা সংযোজনের আবেদন করা হয়েছে।

এ বিষয়ে শরীয়তপুর পুলিশ সুপার মাহবুবুল আলম কালবেলাকে বলেন, অপহরণের এ সংবাদ পুলিশ পাওয়া মাত্র বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), ( প্রশাসন ও অর্থ), পালং মডেল থানার ওসি ও ডিবি পুলিশের সমন্বয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় কার্যক্রম শুরু করে ৬ ঘণ্টার মধ্যে অপহরণকারীকে গ্রেপ্তার করে ১২ ঘণ্টার মধ্যে শিশু নিবিড়ের মরদেহ উদ্ধার করি।

ঘটনার মাস্টার মাইন্ড সিয়ামসহ, শাকিল গাজী ও তুহিন গাজীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে অধিকতর তদন্ত করে মূল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ

মাছ চাষের নামে বাঁধ, পানির তলে শত বিঘা আমন ধান

ঘরে বসেই ঘন ও স্বাস্থ্যবান চুল পেতে মেনে চলুন এই ৭ টিপস

সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে : প্রধান উপদেষ্টা 

বিশ্বের সবচেয়ে বয়স্ক মুরগি

জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীকে হত্যা, আ.লীগ নেতা মানিক গ্রেপ্তার

নতুন মামলায় গ্রেপ্তার পলক-আতিক, রিমান্ডে কিরণ

কক্সবাজারে মাহিন গ্রুপের ২ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

ভক্তদের চমকে দিলেন হানিয়া আমির

রক্তের দাগ অনুসরণ করে মিলল অটোচালকের মরদেহ

১০

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক এডিস মশার ঘনত্ব জরিপ গতিশীল হোক

১১

ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্রদলের

১২

জুলাই হত্যাযজ্ঞ / পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

১৩

বিল বেশি আসায় লাইনম্যানকে ‘মারধর’, মিটার খুলে নিল বিদ্যুৎ অফিস

১৪

নেদারল্যান্ডস সিরিজ খেলবেন না মিরাজ

১৫

ভয়াবহ অভিযানের দ্বিতীয় ধাপ অনুমোদন, গাজার পথে ৬০ হাজার ইসরায়েলি সেনা

১৬

রাতের আঁধারে সরকারি ৩০০ বস্তা সার আটক

১৭

'ওয়ার ২'-এর সাফল্যের মাঝে প্রিয়জন হারালেন জুনিয়র এনটিআর

১৮

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে ‘পেছনে’ ফেলে ইতিহাস সালাহ’র

১৯

তেরোখাদায় পারভেজ মল্লিকের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন

২০
X