বরিশাল রাহাত আনোয়ার হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় (৬ মাস) বয়সী শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।
শিশুটির আত্মীয়দের দাবি, মঙ্গলবার (১ আগস্ট) বিকালে রাহাত আনোয়ার হাসপাতালের অপারেশন থিয়েটারে ডা. তৌফিকুলের ভুল অপারেশনের কারণে শিশুটির মৃত্যুর ঘটনা ঘটে।
ছয় মাস বয়সী মৃত শিশুটির নাম তানজিম ইসলাম। সে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ছোটো চতরা গ্রামের বাসিন্দা মো. ফিরোজ খানের সন্তান।
শিশুটির মামা রাকিব হোসেন বলেন, ‘মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে অসুস্থতা নিয়ে বান্দ রোডে অবস্থিত রাহাত আনোয়ার হাসপাতালে শিশুটিকে ভর্তি করানো হয়। দুপুর তিনটায় অভিযুক্ত চিকিৎসক অপারেশন থিয়েটারে প্রবেশ করেন। অপারেশনের কিছুক্ষণ আগে আমি ভেতরে প্রবেশ করি। আমি দেখতে পাই আমার ভাগিনার মুখের অক্সিজেন মাস্ক লাগানো। কিন্তু ভাগিনা কাত হওয়ায় তার মুখ থেকে অক্সিজেনের মাস্কটি খুলে যায়। ডাক্তারের কাছে বারবার বলি মাস্কটি মুখে দিতে। ডাক্তার মাস্কটি মুখে দিয়ে দেয়। কিন্তু অক্সিজেন মাস্কটি মুখে দিলেও কোনো শ্বাস নিচ্ছিল না সে। বিষয়টি দেখে সন্দেহ হলে আমি ৯৯৯-এ কল দিয়ে পুলিশের সহযোগিতা চাই। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন আসার পর তাদের সঙ্গে কথা বলি। বর্তমানে আমরা কোতোয়ালি থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম (বার) বলেন, ঘটনাটি আমার জানা ছিল না। আপনাদের কাছ থেকে বিষয়টি শুনেছি। যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে ভুক্তভোগী অভিযোগ দিলে, ডাক্তারের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘সরকারি ৯৯৯ নাম্বারের মাধ্যমে বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করি। এ সময় রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তোলেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। নিহতের স্বজনরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বরিশালের সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। যদি ভুক্তভোগী লিখিত অভিযোগ দেয় তাহলে সরকারি নিয়ম অনুযায়ী কমিটি গঠন করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মন্তব্য করুন