ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ছুরি দেখিয়ে ঠিকাদারের কাছে যুবলীগ কর্মীর চাঁদা দাবি

গ্রেপ্তার যুবলীগ কর্মী কবির হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা
গ্রেপ্তার যুবলীগ কর্মী কবির হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা

ভোলা সদর উপজেলায় ধারালো ছুরি দেখিয়ে এক ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে মো. কবির হোসেন নামের এক যুবলীগ কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের হলে অভিযুক্ত কবিরকে ধারালো ছুরিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে ছুরিসহ তাকে গ্রেপ্তার করা হয়।

মো. কবির হোসেন ভোলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রিজার্ভ পুকুর পাড় এলাকার আব্দুল আজিজ শেখের ছেলে। তিনি স্থানীয় যুবলীগের কর্মী।

মামলার বাদী ঠিকাদার জুলফিকার আহমেদ মামলার এজাহারে উল্লেখ করেন, ঠিকাদারি কাজ করার সময় কবির হোসেন যুবলীগ কর্মী পরিচয়ে তার কাছে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে আসছে। কিন্তু তাকে চাঁদা না দেওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে মালামাল নিয়ে যায় কবির। এ নিয়ে বিভিন্ন সময়ে স্থানীয় ব্যক্তিদের জানালেও কোনো কাজ হয়নি। সম্প্রতি আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার পর তার কাছে পুনরায় ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে কবির।

তার দাবিকৃত চাঁদা না দেওয়ায় শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সদর রোডের কর্মকার ফার্মেসির সামনে প্রকাশ্যে একটি ধারালো ছুরি দেখিয়ে চাঁদা দাবি করেন। একপর্যায়ে কবিরের হাতে থাকা ছুরি দিয়ে তাকে আঘাত করতে আসলে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে কবির তাকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

জুলফিকার আহমেদ বলেন, ভোলা পৌরসভার সাবেক মেয়র মো. মনিরুজ্জামানের ছত্রছায়ায় যুবলীগের দাপট দেখিয়ে শহরের ওয়েস্টার্ন পাড়া এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল কবির। তার বিরুদ্ধে মাদকসেবনসহ মাদক বিক্রিরও একাধিক অভিযোগ ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে যাওয়ার পরও তার এ সকল অপকর্ম বন্ধ হয়নি। প্রাণ রক্ষায় ভোলা সদর মডেল থানায় একটি মামলা করি। সন্ধ্যার পর পুলিশ অভিযান চালিয়ে ছুরিসহ তাকে গ্রেপ্তার করে।

ভোলা সদর মডেল থানার ওসি মো. মিজানুর রহমান পাটওয়ারী কালবেলাকে বলেন, ঠিকাদার জুলফিকার আহমেদের দায়ের করা মামলায় অভিযুক্ত মো. কবির হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ধারালো একটি ছুরি জব্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ক্যাম ও জালিয়াতি শনাক্ত করতে সাহায্য করবে অ্যান্ড্রয়েডের এই গোপন ফিচার

ট্রাম্পের ‘যুদ্ধবিরতি’ বললেও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত চলছে

মিয়ানমারের মর্টারশেল-গুলির শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত

নির্বাচনে ভোটার হয়েও ভোট দিতে পারবেন না যারা

জামায়াতে যোগ দিলেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান

ব্যাট করেন ১৬৬ স্ট্রাইকরেটে, এবার আসছেন বিপিএল কাঁপাতে

ইউটিউবে আসছে আকর্ষণীয় ফিচার, পাবেন যেসব সুবিধা

ক্যানসার আক্রান্ত একমাত্র ছেলেকে বাঁচাতে রাফসানের বাবার আকুতি

হলিউডে আরও এক বিচ্ছেদ

দিল্লির বায়ু দূষণ চরমে

১০

গুরুতর অপরাধে চার ক্রিকেটার নিষিদ্ধ

১১

অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

১২

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার : ডিএমপি

১৩

স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক

১৪

যে আমল করলে মারা গেলেও সওয়াব পেতে থাকবেন!

১৫

তিন দলের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা

১৬

হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার

১৭

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় এনসিপির দুই নেতা

১৮

টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা বিসিবির

১৯

হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চায় পুলিশ

২০
X