ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ছুরি দেখিয়ে ঠিকাদারের কাছে যুবলীগ কর্মীর চাঁদা দাবি

গ্রেপ্তার যুবলীগ কর্মী কবির হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা
গ্রেপ্তার যুবলীগ কর্মী কবির হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা

ভোলা সদর উপজেলায় ধারালো ছুরি দেখিয়ে এক ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে মো. কবির হোসেন নামের এক যুবলীগ কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের হলে অভিযুক্ত কবিরকে ধারালো ছুরিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে ছুরিসহ তাকে গ্রেপ্তার করা হয়।

মো. কবির হোসেন ভোলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রিজার্ভ পুকুর পাড় এলাকার আব্দুল আজিজ শেখের ছেলে। তিনি স্থানীয় যুবলীগের কর্মী।

মামলার বাদী ঠিকাদার জুলফিকার আহমেদ মামলার এজাহারে উল্লেখ করেন, ঠিকাদারি কাজ করার সময় কবির হোসেন যুবলীগ কর্মী পরিচয়ে তার কাছে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে আসছে। কিন্তু তাকে চাঁদা না দেওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে মালামাল নিয়ে যায় কবির। এ নিয়ে বিভিন্ন সময়ে স্থানীয় ব্যক্তিদের জানালেও কোনো কাজ হয়নি। সম্প্রতি আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার পর তার কাছে পুনরায় ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে কবির।

তার দাবিকৃত চাঁদা না দেওয়ায় শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সদর রোডের কর্মকার ফার্মেসির সামনে প্রকাশ্যে একটি ধারালো ছুরি দেখিয়ে চাঁদা দাবি করেন। একপর্যায়ে কবিরের হাতে থাকা ছুরি দিয়ে তাকে আঘাত করতে আসলে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে কবির তাকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

জুলফিকার আহমেদ বলেন, ভোলা পৌরসভার সাবেক মেয়র মো. মনিরুজ্জামানের ছত্রছায়ায় যুবলীগের দাপট দেখিয়ে শহরের ওয়েস্টার্ন পাড়া এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল কবির। তার বিরুদ্ধে মাদকসেবনসহ মাদক বিক্রিরও একাধিক অভিযোগ ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে যাওয়ার পরও তার এ সকল অপকর্ম বন্ধ হয়নি। প্রাণ রক্ষায় ভোলা সদর মডেল থানায় একটি মামলা করি। সন্ধ্যার পর পুলিশ অভিযান চালিয়ে ছুরিসহ তাকে গ্রেপ্তার করে।

ভোলা সদর মডেল থানার ওসি মো. মিজানুর রহমান পাটওয়ারী কালবেলাকে বলেন, ঠিকাদার জুলফিকার আহমেদের দায়ের করা মামলায় অভিযুক্ত মো. কবির হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ধারালো একটি ছুরি জব্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন স্থগিত 

আরএনবির শীর্ষ দুই পদে ‘সমঝোতার’ রদবদল!

লন্ডনে পাঠানোর নামে প্রতারণা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আইসিসি থেকে শাস্তি পেল ভারতীয় ক্রিকেট দল

চোখ দেখেই বোঝা যায় থাইরয়েডের সমস্যা, যে লক্ষণ দেখলেই সতর্ক হবেন

সুপেয় পানির তীব্র সংকটে চরআতাউরের বাসিন্দারা

ঢাকার ‘৭ কলেজ’ নিয়ে ব্যাখ্যা দিল শিক্ষা মন্ত্রণালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশেষ বৃত্তি নীতিমালা ২০২৫ অনুমোদিত

রাশিয়ার হুমকি মোকাবিলায় যুক্তরাজ্যের নতুন কৌশল উন্মোচন

অস্ট্রেলিয়া সফরে নতুন টেস্ট ভেন্যুর স্বাদ পেতে যাচ্ছে বাংলাদেশ

১০

কারখানার বিপুল আইসক্রিম ধ্বংস, ৭০ হাজার টাকা জরিমানা

১১

বিএনপিতে কোনো সন্ত্রাসী-নেশাগ্রস্ত লোকের জায়গায় নেই : শেখ আব্দুল্লাহ

১২

আমাদের চ্যালেঞ্জ নিজেদেরই মোকাবিলা করতে হবে : চট্টগ্রাম জেলা প্রশাসক

১৩

নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে সেলিম, পেলেন মনোনয়ন

১৪

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বড় নিয়োগ, আবেদন যেভাবে

১৫

খুবিতে নতুন উদ্যোক্তাদের দিনব্যাপী ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং

১৬

বগুড়ায় জুলাই শহীদের বাড়িতে হামলা-ভাঙচুর

১৭

একই গ্রামে ৩ এমপি প্রার্থী

১৮

টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ, ২০৯৩ যাত্রীকে জরিমানা

১৯

ভূমধ্যসাগর থেকে প্রাণে বেঁচে লোমহর্ষক বর্ণনা দিলেন আশিক

২০
X