কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
শান্তি সমাবেশে যুবদল নেতা

‘আমি মাজেদের নেতৃত্বে কুষ্টিয়া মডেল থানায় ভাঙচুর হয়েছে’

শান্তি সমাবেশে বক্তব্য রাখছেন কুষ্টিয়া জেলা যুবদলের সমন্বয়ক আব্দুল মাজেদ। ছবি : কালবেলা
শান্তি সমাবেশে বক্তব্য রাখছেন কুষ্টিয়া জেলা যুবদলের সমন্বয়ক আব্দুল মাজেদ। ছবি : কালবেলা

‘যেদিন শেখ হাসিনা সরকার ক্ষমতা হস্তান্তর করে সেদিন কুষ্টিয়া মডেল থানায় যে হামলা ও ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল তা আমার নেতৃত্বে হয়েছিল।’ বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার খাজানগর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় চাঁদাবাজি রোধে চালকল মালিক ও স্থানীয়দের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে এ কথা বলেন কুষ্টিয়া জেলা যুবদলের সমন্বয়ক আব্দুল মাজেদ।

সম্প্রতি কুষ্টিয়া জেলা যুবদলের সমন্বয়ক আব্দুল মাজেদের প্রায় ২৬ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপকভাবে ভাইরাল হয়। এ নিয়ে নিজ দলের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ।

কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরে এক শান্তি সমাবেশে দেওয়া ভিডিওতে আব্দুল মাজেদ আরও বলেন, এমনই একটা দিন নাই আমার তিনটি ছেলে, আমার পরিবার, আমার চাচা-চাচিরা আন্দোলনে যায়নি। রক্তে টান দিয়েছে, রক্ত যখন টান দেয় তখন জনগণের স্রোত ঠেকানো যায় না। এ সময় শেখ হাসিনা সরকারের আমলে জুলুম নির্যাতন ফিরিস্তিও তুলে ধরেন তিনি।

জানা গেছে, কুষ্টিয়া জেলা যুবদলের সমন্বয়ক আব্দুল মাজেদের বিরুদ্ধে সরকার পতনের পর নানা অভিযোগ রয়েছে। বিশেষ করে প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা, মামলার ভয় দেখিয়ে কয়েক কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এ নিয়ে বিএনপির সিনিয়র নেতাকর্মীদের কাছে পাহাড়সম অভিযোগও জমা হয়।

কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন কালবেলাকে বলেন, আমিসহ বিএনপির সিনিয়র নেতারা বিষয়টি শুনেছি। ঘটনাটি খুবই দুঃখজনক। দায়িত্বশীল পদে থেকে এমন কর্মকাণ্ড কখনোই গ্রহণযোগ্য নয়। কেউই আইনের ঊর্ধ্বে নয়। তা ছাড়া বিএনপি কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড সমর্থন করে না।

তিনি বলেন, স্বৈরাচার সরকার পতনের দিনই এমনকি আগে ও পরে নেতাকর্মীরা যাতে করে শান্তিপূর্ণভাবে ধৈর্যের পরিচয় দেন, কোনোপ্রকার ধ্বংসাত্মক কর্মকাণ্ড না করেন সেই লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মেনে নেতাকর্মীরা ধৈর্যের পরিচয় দেন। কিন্তু কিছু নেতাকর্মীর সংগঠনবিরোধী আচরণে বিব্রত বিএনপি। তবে যুবদল নেতা মাজেদের এমন কর্মকাণ্ড নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিএনপি।

এ বিষয়ে জানতে জেলা যুবদলের সমন্বয়ক আব্দুল মাজেদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর-৪ আসনে বাপ-ছেলের মনোনয়নপত্র সংগ্রহ

গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিন প্রথিতযশা পেলেন গুণীজন সংবর্ধনা

বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধানসহ শীর্ষ কর্মকর্তারা নিহত

লিবিয়ার সেনাপ্রধানকে বহনকারী বিমান যোগাযোগ বিচ্ছিন্ন

কাবুলের রাস্তায় একা হাঁটতে পারেন না রশিদ খান

ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের ‘মাইনরিটি ঐক্যজোট’র আত্মপ্রকাশ

রাবিতে নির্বাচনে জামাতপন্থিদের ভরাডুবি

ইবনে সিনায় সাশ্রয়ী খরচে স্বাস্থ্যসেবা পাবেন সিএমজেএফ পরিবার

জাতীয় নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী গ্রেপ্তার

জামায়াতে যোগদান করায় বিএনপি নেতা বহিষ্কার

১০

এবার দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

১১

নির্বাচন-গণভোটের ৮ গান, ঢাকা বিভাগেরটা রিলিজ

১২

সব রেকর্ড ভেঙে স্বর্ণের নতুন দাম নির্ধারণ, বুধবার থেকে কার্যকর

১৩

ডাকসু জিএস ও এজিএসের বাগদান কাল

১৪

ডাকসু জিএস ফরহাদের বাগদান বুধবার, পাত্রী কে?

১৫

২৫ ডিসেম্বরের পর মিত্রদের নিয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি

১৬

গণহত্যা মামলার আসামি, তবু অধরা জাপার আনিস

১৭

খালেদা জিয়ার আসনে এবার বাবা-ছেলের মনোনয়ন সংগ্রহ

১৮

তারেক রহমানের সংবর্ধনায় কয়েক হাজার বোতল পানি সরবরাহ করবেন শিপলু

১৯

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ব্যাংক হিসাব ফ্রিজ

২০
X