ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ

ময়মনসিংহের ত্রিশালে বাড়ি পাশে তুহিন আহমেদ নামে এক বালু শ্রমিকের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। নিহতের পরিবারের দাবি, বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখেছে সহকর্মীরা।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বাড়ি থেকে ডেকে নেওয়ার পর রাত ২টায় ঝুলন্ত লাশ পাওয়া যায়।

তুহিন আহমেদ (২২) ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মোবারক হোসেনের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, বালু শ্রমিক তুহিন গত রোববার আরও পাঁচজনকে নিয়ে এক ট্রাক বালু সরবরাহ করেন। পারিশ্রমিক বাবদ দুই হাজার ২০০ টাকা ছয়জনের মধ্যে বণ্টন হওয়ার কথা ছিল। কিন্তু তুহিন সেই টাকা একাই খরচ করে ফেলে।

এ নিয়ে সোমবার রাত ৯টার দিকে বাড়ির কাছে নওপাড়া মোড়ে সহকর্মী হারেছ মিয়া, মনির মিয়া, আনোয়ারুল ইসলাম, মনির হোসেন ও রাকিব মিয়ার সঙ্গে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। ওই সময় তুহিন তাদের জানিয়েছিল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) টাকা দিয়ে দেবে।

কিন্তু অন্যরা মানতে চাচ্ছিল না। সে সময় স্থানীয় লোকজন বিষয়টি সমাধান করে দেয়। এরপর তুহিন বাড়িতে চলে আসলে রাত ১০টার দিকে ফের বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে রাত ২টার দিকে বাড়ির পাশে ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

তুহিনের স্ত্রী আকলিমা আক্তার বলেন, রাত ১০টার দিকে বাড়ি থেকে আমার স্বামীকে ডেকে নিয়ে যায়। ভেবেছিলাম বাড়িতে চলে আসবে। কিন্তু রাত বাড়তে শুরু করলেও আর বাড়ি ফেরেনি। পরে আমরা খোঁজাখুঁজি করে বাড়ির পাশে লাশ পাই।

তুহিনের চাচা রবিকুল ইসলাম বলেন, আত্মহত্যা করলে পা মাটিতে লাগানো থাকত না। আমার ভাতিজাকে হত্যার পর লাশ ঝুঁলিয়ে রাখা হয়েছে। এর আগে ২ হাজার ২০০ টাকা নিয়ে তুহিনের সহকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা হয়েছিল। এর জেরেই বাড়ি থেকে ডেকে নিয়ে আমার ভাতিজাকে হত্যা করেছে।

তিনি বলেন, তুহিনের লাশ পাওয়ার পর পাঁচ যুবকের বাড়িতেই আমরা গিয়ে তাদের খোঁজ করি। কিন্তু কাউকে পাওয়া যায়নি। তারা যদি হত্যাকাণ্ড না ঘটাতো তাহলে অবশ্যই এলাকাতেই থাকতো। ভাতিজা হত্যার বিচার চাই।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) নূরে আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সুরতহালে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কাজের টাকা খরচ করে ফেলায় সহকর্মীদের সঙ্গে সোমবার সন্ধ্যার পর হাতাহাতি হলেও পরে স্থানীয় লোকজন মিটমাট করে দেয়।

তিনি বলে, পরবর্তীতে আবার ডেকে নিয়ে যাওয়ার কথা বলছে পরিবার। যারা ডেকে নিয়েছে দাবি করা হচ্ছে তাদের খোঁজ করে এলাকায় পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে আপাতত একটি অপমৃত্যু মামলা করেছে নিহতের বাবা মোবারক হোসেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

১০

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

১১

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১২

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১৩

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১৪

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৫

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৬

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৭

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৮

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১৯

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

২০
X