সিলেট ব্যুরো
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২২ এএম
অনলাইন সংস্করণ

জনতার পুলিশ হিসেবে কাজ করে যেতে চাই : এসএমপি কমিশনার

মতবিনিময় সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিক নেতারা। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিক নেতারা। ছবি : কালবেলা

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম বলেছেন, জনতার পুলিশ হিসেবে কাজ করে যেতে চাই। আমরা দলীয় বা কোনো গোষ্ঠীর পুলিশ নই। জনগণের পুলিশ। আর দলদাস হতে চাই না। বিগত সময়ে কিছু পুলিশ সদস্যদের অপেশাদারত্বের কারণে আমরা আজ বিপর্যস্ত। অপরাধী যেই হোক বিচার হবে। অপরাধী পুলিশ সদস্যদেরও বিচারের আওতায় আনা হবে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স হলে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

রেজাউল করিম বলেন, আমি নিজে চাকরিজীবনে দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার হয়ে আসছিলাম। ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশে আজ পদোন্নতি পেয়ে আপনাদের মাঝে এসেছি। আমরা তাদের রক্তের কাছে ঋণী। সিলেট পবিত্র নগরী ও খুবই শান্তিপূর্ণ পূণ্যভূমি হিসেবে সারা দেশের মানুষের কাছে সুপরিচিত। ছাত্রজীবন থেকে সিলেটের সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে।

এসএমপি কমিশনার বলেন, আমরা মেট্রোপলিটন পুলিশ সিলেট সিটিকে শান্তির নগরী হিসেবে গড়তে চাই। বিগত দিনে পুলিশের কিছু অসাধু কর্মকর্তার বাড়াবাড়িতে যে ঘটনাগুলো ঘটেছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। তাহলে ভবিষ্যতে কেউ আর আইনের দায়িত্ব পালনের সময়ে অপরাধ করার সাহস করবে না।

পুলিশের এ কর্মকর্তা বলেন, সাংবাদিক আবু তাহের মো. তুরাবের রুহের মাগফেরাত কামনা করি ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সাংবাদিক তুরাব হত্যার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে ও শাস্তি নিশ্চিত করা হবে। বিগত দিনে যারা অবৈধ অস্ত্র নিয়ে রাজপথে প্রদর্শন করেছেন ও ব্যবহার করেছেন সেগুলো উদ্ধারে আপনাদের সহযোগিতা চাই।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় আমাদের অনেক পুলিশ সদস্য আহত ও নিহত হয়েছেন। পুলিশ সদস্যদের মনে ভয়ভীতির সঞ্চার হয়েছে ও কাজ করার মনোবল কমেছে। এই সুযোগে পুলিশ সদস্যদের দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করা হয়েছিল। এই দুঃসময়ে আমরা পুলিশ সদস্যের বুঝিয়েছি ও এই অবস্থাও কাটিয়ে উঠেছি। আমাদেরকে শান্তি, শৃঙ্খলা ও দেশের কল্যাণে কাজ করে যেতে হবে। আমরা জনতার মধ্যে জনতার পুলিশ হিসেবে থাকতে চাই। বিগত দিনে যারা অন্যায় কর্মকাণ্ড করেছেন, যারা দুর্বৃত্ত ও অপরাধী তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক তুরাব হত্যাকারীদের আইনের আওতায় আনা, অবৈধ চিনি ব্যবসা, অস্ত্র, মাদক ও চোরাইপথে ভারতীয় পণ্য সিলেট নগরী হয়ে সারা দেশে যাচ্ছে। এই সব কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এগুলো অতীতে প্রশাসনের একশ্রেণির কর্মকর্তাদের যোগসাজশে হয়েছে। বিগত দিনে অবৈধ আগ্নেয়াস্ত্রের যে প্রদর্শন হয়েছে সেগুলো উদ্ধারেও দাবি জানাই।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী, সাংবাদিক সিরাজুল ইসলাম, ইমজার সভাপতি সজল ছত্রী, সাধারণ সম্পাদক শ্যামানন্দ দাশ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনে নিহত ৩ যুবকের মরদেহ উত্তোলনের নির্দেশ

মালয়েশিয়ায় আরও জনশক্তি পাঠাতে সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

সিলেটে পিকআপ চাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

খুলনায় বিএনপির সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

চবির হলে আসন বরাদ্দে বৈষম্য, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

মসজিদে তালা দিয়ে দোকানে দুর্বৃত্তের হামলা

‘নারী অধিকার কমিশন’ গঠনের দাবিতে সংহতি সমাবেশ

দলীয়করণমুক্ত ক্রীড়াঙ্গন গড়তে চাই : আমিনুল হক

লেবানন-ফিলিস্তিন নিয়ে অবশেষে হুঁশ ফিরল সৌদির?

ইসরায়েলে হামলা চালিয়ে নেতানিয়াহুর ফাঁদে পা দিল ইরান!

১০

শেখ হাসিনা তার বাবার সাথে বেইমানি করেছে : রাশেদ খাঁন

১১

বাহাত্তরের সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন হয়নি : সলিমুল্লাহ খান

১২

স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা / গোপালগঞ্জে চার আ.লীগ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

মসজিদ আল হারাম ও নববীর নতুন চার ইমাম

১৪

মৃত দুই আওয়ামী লীগ নেতার নামে সমন্বয়কের মামলা

১৫

ইসরায়েল পরমাণু স্থাপনায় হামলা চালালে কী করবে ইরান?

১৬

সিরাত মাহফিলে দাওয়াত পেয়েছেন আজহারী, থাকতে পারেন আরও যারা

১৭

কৌশলে বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যা / সাবেক এমপি টগর ও ওসি সুকুমারের বিরুদ্ধে মামলা

১৮

কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা বাংলাদেশ শিল্পকলা একাডেমির

১৯

আ.লীগের আমলা ও ব্যবসায়ীদের উৎখাতসহ পাঁচ দফা দাবি বিপ্লবী ছাত্র-জনতার

২০
X