‘মুই প্রধানমন্ত্রীক টিভিতে দেখছুৎ, আজ সরাসরি দেখিম। শেখের বেটি হামার উত্তরবঙ্গের মেলা উন্নয়ন করছে।’ কথাগুলো বলছিলেন নীলফামারীর কিশোরগঞ্জের বাহাগিলী ময়নাকুটি গ্রামের ৬৫ বছরে বয়সী আফতাব উদ্দিন জবির।
বুধবার (২ আগস্ট) সকালে নীলফামারীর কিশোরগঞ্জ থেকে সমাবেশের যাওয়ার পথে কথা হয় কালবেলার সঙ্গে।
আরও পড়ুন : রংপুরের পথে নীলফামারীর নেতাকর্মীরা
তিনি আরও বলেন, ‘মুই মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর ভাষণ শুনছুৎ। বর্তমান হামার প্রধানমন্ত্রী হামার দেশের উন্নয়ন করছে। মুই এবার সরাসরি রংপুরৎ দেখার সুযোগ পাইম। তিনি মানবদরদী। হামার দেশের উন্নয়নে তিনি বঙ্গবন্ধুর মতো ভূমিকা রাখেন।’
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে রংপুরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে সমাবেশে যোগ দিতে ইতোমধ্যে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গ-সংগঠন রওনা হয়েছেন। সেখানে বাদ পড়েননি আফতাব উদ্দিন জবিরও। তিনিও ছুটে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখার আশায়।
মন্তব্য করুন