জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত আওয়ামী লীগের মহাসমাবেশে যোগ দিতে দলীয় নেতাকর্মীরা এরইমধ্যে নীলফামারী থেকে রওনা হয়েছেন।
বুধবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ থেকে দলীয় নেতাকর্মীদের বহর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশের উদ্দেশে কিশোরগঞ্জ ছাড়েন।
আরও পড়ুন : যেখানেই সমাবেশ সেখানেই পোশাক বদলে তিনি
জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে রংপুরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ৩টায় তিনি রংপুরের জেলা স্কুল মাঠে বক্তব্য দিবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে ওই সমাবেশে যোগ দিতে মোটরসাইকেল, ট্রাক, বাস ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের করে মহাসমাবেশের পথে রওনা হয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন : প্রধানমন্ত্রী রংপুর যাচ্ছেন আজ
নেতারা জানিয়েছেন, দুপুর ২টার দিকে সার্কিট হাউসে পৌঁছে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৩টায় রংপুর জিলা স্কুল মাঠে মহাসমাবেশ স্থলে পৌঁছাবেন। প্রথমে সেখানে রংপুর বিভাগের উন্নয়নে নেওয়া বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। সফরে রংপুরে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের ঘোষণা দেবেন সরকারপ্রধান।
কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল কালবেলাকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। এ সময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেন। সাড়ে চার বছরের বেশি সময় পর তিনি আবার রংপুরে আসছেন। এর আগে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় রংপুরের উন্নয়নের দায়িত্ব কাঁধে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিশ্রুতির আলোকে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ছাড়াও যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন করেছেন রংপুরের পুত্রবধূ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্তব্য করুন