কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে আ.লীগ নেতার বিরুদ্ধে ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ 

আহত ছাত্রদল নেতা নাঈম খান ।ছবি : কালবেলা
আহত ছাত্রদল নেতা নাঈম খান ।ছবি : কালবেলা

সাভারে আ.লীগ নেতা ও সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বিনা কারণে আওয়ামী লীগ নেতার এমন ধৃষ্টতায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে সাভার পৌরসভার ৭নং ওয়ার্ডের আইচানোয়াদ্দা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রতিকার ও বিচার চেয়ে ছাত্রদল নেতা নাঈম খান (২৫) বাদী হয়ে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন- আইচানোদ্দ এলাকার মৃত মুনসুর আলীর ছেলে সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা রশীদ মোল্লা (৬৫), তার ছেলে লিটু মোল্লা (৩৮), টুটুল মোল্লা (৩৬) ও পলাশ মোল্লা (৩২)।

সাভার থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীরা এলাকার চাঁদাবাজি, লুটপাট, মাদক বিক্রিসহ স্থানীয় কিশোরগ্যাংয়ের নেতৃত্বে রয়েছেন। প্রতিবাদ করলেই বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকির সম্মুখীন হতে হয় সাধারণ মানুষদের।

ভুক্তভোগী নাঈম খান বলেন, শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে আইচানোয়াদ্দায় অবস্থিত বেনহাম ফার্মাসিউটিক্যাল লিমিটেডের পিএমের কক্ষে অবস্থান করে ওই প্রতিষ্ঠানের সম্মুখে প্রতিনিয়ত বখাটে এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার বিষয় নিয়ে ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করি। প্রতিষ্ঠানটির সামনে প্রতিদিনই কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে অনেকটা অতিষ্ঠ প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।

বখাটে ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য থেকে মুক্তি পেতে প্রশাসনের পাশাপাশি স্থানীয়দেরও সহযোগিতা চান প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। বখাটেদের নির্মূলের জন্য প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি এমন খবর পেয়ে অভিযুক্তরা অজ্ঞাতনামা ৭/৮ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার উপর হামলা করে।

তিনি আরও বলেন, হামলার একপর্যায়ে রশীদ মোল্লার পকেটে থাকা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার বাম পাঁজরে আঘাত করে মারাত্মক জখম করে। তখন বেনহাম ফার্মাসিউটিক্যাল লি.-এর কর্তৃপক্ষ আমাকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষার চেষ্টা করেও ব্যর্থ হয়। এক পর্যায়ে জীবন বাঁচানোর তাগিদে দৌড়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হই। অজ্ঞাতনামা ৭/৮ জন আমাকে দেশীয় ধারালো অস্ত্র- ছোরা, রামদা, লোহার রড, লাঠি এবং চাকু নিয়ে ধাওয়া করে এবং লিটু মোল্লা ও টুটুল মোল্লা লোহার রড দিয়ে পিটাতে থাকে। ফলে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। আমি মারাত্মকভাবে আহত হই। ঘটনা শুনে আমাকে বাঁচাতে এলে আমার বন্ধু কাউসার আহমেদ কাকন মোল্লাকেও লোহার রড ও কাঠের লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে আমাদের ডাকচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে জানতে অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।

এ বিষয়ে বেনহাম ফার্মাসিউটিক্যালের প্লান্ট ম্যানেজার বিদ্যুৎ কুমার সরকার বলেন, আমি নাঈমের সঙ্গে আমার অফিসে বসে কথা বলছিলাম। হঠাৎ একজন বয়স্ক ব্যক্তি আমার রুমে প্রবেশ করে নাঈমের উপর ক্ষিপ্ত হন এবং পকেট ছুরি বের করে তাকে আক্রমণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে নিহতদের সম্পর্কে যা বলেছেন নবীজি (সা.)

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন বিতরণ 

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

বাংলাদেশ সমাজকর্ম শিক্ষক সমিতির আত্মপ্রকাশ 

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ও ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্য চুক্তি

ভূমিকম্পে নিহত রাফিকে শেষ দেখা দেখলেন মুর্মূষু মা

নরসিংদীতে ফের ভূমিকম্প, বাড়ছে আতঙ্ক

বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই : দুলু

এক যুগ আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা, ৩২ ভবনে এখনো মানুষের বাস

১০

মেট্রোরেল লাইনের ওপর পড়ল ড্রোন, অতঃপর...

১১

জাতীয় নার্স কমিশন হতেই হবে : ফরহাদ মজহার

১২

রাজধানীতে চলন্ত বাসে আগুন

১৩

আগামীতে দিনের ভোট রাতে আর হবে না : সেলিমুজ্জামান

১৪

জামায়াত প্রার্থীর শোডাউনে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণার দাবি ডাকসুর

১৬

কালিগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি : ডা. শহিদুলের সঙ্গে হাজারো নেতাকর্মীর পদযাত্রা

১৭

বান্দরবান বিশ্ববিদ্যালয় / শিক্ষার মান উন্নয়নে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম স্থানান্তরের সিদ্ধান্ত

১৮

আইসল্যান্ডে দিনে ১,৬০০ ভূমিকম্প, স্বাভাবিক না ভয়াবহ সংকেত?

১৯

ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা

২০
X