বরিশাল জেলার বাকেরগঞ্জে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি হাকিম জোমাদ্দার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ আগস্ট) রাত সাড়ে ১১টায় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাকিম জোমাদ্দার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের মৃত ইউসুফ আলী জোমাদ্দারের ছেলে।
বাকেরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা কালবেলাকে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সর্দার হাকিমকে গ্রেপ্তার করি।
আরও পড়ুন: ট্রেনে ঝুলে ভিডিও, খুঁটির ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
বাকেরগঞ্জ থানার ওসি এসএম মাকসুদুর রহমান কালবেলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে হাকিম জোমাদ্দারকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানাসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি মামলা, অস্ত্র মামলা রয়েছে।
উল্লেখ্য, বাকেরগঞ্জ থানায় ২০১৩ সালে একটি ডাকাতি মামলা হয়। ওই মামলায় বিজ্ঞ আদালত হাকিম জোমাদ্দারকে সাত বছরের কারাদণ্ড দেন। আজ বুধবার (২ আগস্ট) সকালে সাজাপ্রাপ্ত আসামি হাকিম জোমাদ্দারকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন