পাবনার ঈশ্বরদীতে ট্রেনের দরজায় ঝুলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভিডিও ধারণের সময় রেললাইনের সিগন্যালের খুঁটিতে আঘাত লেগে ইমজামাম হোসেন (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলার পাকশী রেলওয়ে স্টেশনের ৫০০ মিটার দূরে এ ঘটনা ঘটে। নিহত ইমজামাম হোসেন চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার কতুবপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। সে চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
আরও পড়ুন : যুবক-যুবতীকে জুতার মালা পরিয়ে নির্যাতন, গ্রেপ্তার ৩
প্রত্যক্ষদর্শীরা বলেন, ইমজামাম পরিবারের সদস্যদের সঙ্গে যশোরের বেনাপোল থেকে ঢাকাগামী আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ঢাকা যাচ্ছিল। পথে ট্রেন পাকশী রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর ট্রেনের দরজায় ঝুলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভিডিও ধারণ করার সময় সিগন্যালের খুঁটিতে আঘাত লেগে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
ঈশ্বরদী রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপপুলিশ পরিদর্শক (এসআই) হারুনুজ্জামান রুমেল বলেন, ইমজামামের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে রেল থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন