বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষকদের দ্বন্দ্ব, শিক্ষাব্যবস্থায় অচলাবস্তা

সাত্তালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : সংগৃহীত
সাত্তালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে কলসকাঠি ইউনিয়নের সাত্তালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দ্বন্দ্বে শিক্ষাব্যবস্থায় অচলাব্যবস্থা নেমেছে। সহকারী শিক্ষকদের দাবি, সব অনিয়মকে নিয়মে পরিণত করতে চাচ্ছেন প্রধান শিক্ষক ইদ্রিস আলী মোল্লা।

আর প্রধান শিক্ষকের অভিযোগ, সহকারী শিক্ষক আফরোজা আক্তার তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

সব মিলিয়ে বিদ্যালয়টিতে শিশুদের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের ও সহকারী শিক্ষকদের অভিযোগ, প্রধান শিক্ষক ইদ্রিস আলী মোল্লার বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাত, গাছ বিক্রি, বিদ্যালয়ের ল্যাপটপ ব্যক্তিগত কাজে ব্যবহার করা, সহকারী শিক্ষিকা ও শিক্ষার্থীদের নারী অভিভাবকদের কুপ্রস্তাপ দেওয়া, শ্রেণিকক্ষে বসে ধূমপান করাসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

জানা যায়, অভিযুক্ত প্রধান শিক্ষক ইদ্রিস আলী মোল্লা ২০১৭ সালে যোগদানের পর থেকে নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন। এ ঘটনায় বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল কাদের মোল্লা ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগপত্রটি উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বিভাগীয় প্রাথমিক শিক্ষা বরিশাল উপপরিচালক বরাবর দাখিল করেন।

অভিযোগের প্রসঙ্গে বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক বরিশাল নিলুফা ইয়াসমিন বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে তদন্তের জন্য উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম ও শামীমা সুলতানাকে দায়িত্ব দেন।

অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক ইদ্রিস আলী মোল্লা বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে, সব মিথ্যা ও ভিত্তিহীন।

তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম বলেন, আমরা বাদী-বিবাদীদের লিখিত ও মৌখিক বক্তব্য নিয়েছি। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

বাকেরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, সাত্তালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী মোল্লার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। আমরা তদন্ত করে প্রতিবেদন ডিডি অফিসে পাঠাব।

এদিকে, বুধবার প্রধান শিক্ষ‌কের বিরু‌দ্ধে ঝাড়ু মি‌ছিল ক‌রে‌ শিক্ষার্থীরা। কিছু শিক্ষকের ইন্ধনেই ওই ঝাড়ু মি‌ছিল হ‌য়ে‌ছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্প‌তিব‌ার (১৯ সে‌প্টেম্বর) স্কু‌লটিতে সেনাব‌াহিনীর এক‌টি টিম আস‌লে উপ‌স্থিত শিক্ষক ও স্থানীয়রা প্রধান শিক্ষ‌কের নানা অনিয়‌মের কথা তু‌লে ধ‌রেন। সেনাবাহিনী স্কু‌লের শিক্ষার প‌রি‌বেশ রক্ষায় সবাইকে সংযত হওয়ার আহ্বান জানা‌য়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাঁদ পেতে অন্যকে ফাঁসাতে গিয়ে জনতার হাতে ধরা

শিক্ষকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ এ্যানির

শুঁটকি উপকারী না ক্ষতিকর? কী বলছেন পুষ্টিবিদ

ভারত / প্লেনের ভেতর যাত্রীর পাওয়ার ব্যাংকে হঠাৎ আগুন

বাংলাদেশের পর এবার স্কোয়াডে পরিবর্তন আনল ওয়েস্ট ইন্ডিজও

জুলাই আন্দোলনে শহীদরাও মুক্তিযোদ্ধা : রিজভী

অল্প বয়সেই চুল পড়ে যাচ্ছে? উপকার মিলতে পারে ৫ ফলে

এক্সিকিউটিভ পদে এসকেএফ ফার্মায় চাকরির সুযোগ

নতুন যে সমীকরণের সামনে বাংলাদেশ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

১০

ব্রাঞ্চ ম্যানেজার পদে ট্রান্সকম গ্রুপে চাকরির সুযোগ

১১

কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মহাসমাবেশ

১২

কাজ ফেলে পালিয়েছে ঠিকাদার, শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে

১৩

সাকিবের সঙ্গে কী কথা হয়েছে জানালেন সাব্বির

১৪

লাজ ফার্মায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৫

যে কারণে খুন হলেন জবি ছাত্রদল নেতা জোবায়েদ

১৬

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় আঁখি

১৭

জবি ছাত্রদল নেতা খুন, বিশ্ববিদ্যালয়ে দুই দিনের শোক ঘোষণা

১৮

‘পাপের কি কোনো হিসেব থাকে দারোগা’

১৯

দোকান থেকে বাড়ি ফেরার পথে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

২০
X